Hilsa and other Fish Price: মাছের জোগানে ব্যাপক টান, না মিলছে ইলিশ না ভাল মাছ, এবার কত দরে পাতে উঠবে এক পিস?

: আবহাওয়ার খামখেয়ালিপনা সামুদ্রিক মাছ যোগানে বাধা সৃষ্টি করেছে। ইলিশের নাম শুনলেই দিঘা মোহনা মৎস্য নীলাম কেন্দ্রে মুখ ভার মৎস্যজীবীদের। শুধু ইলিশ না অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কম বাড়বে দাম। খাতা-কলমে শ্রাবণ  হলেও বর্ষার স্বাভাবিক বৃষ্টির দেখা নেই। ঝিরঝির বৃষ্টি সঙ্গে হাওয়া দোসর হলেই মৎস্যজীবীদের পোয়া বারো হয়। কিন্তু চলতি বছর মাছ ধরার মরশুম শুরু হলেও মৎস্যজীবীদের জন্য কোন খুশির খবর এখন নেই। কারণ সমুদ্রে সামুদ্রিক মাছের ভাটা।
: আবহাওয়ার খামখেয়ালিপনা সামুদ্রিক মাছ যোগানে বাধা সৃষ্টি করেছে। ইলিশের নাম শুনলেই দিঘা মোহনা মৎস্য নীলাম কেন্দ্রে মুখ ভার মৎস্যজীবীদের। শুধু ইলিশ না অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কম বাড়বে দাম। খাতা-কলমে শ্রাবণ  হলেও বর্ষার স্বাভাবিক বৃষ্টির দেখা নেই। ঝিরঝির বৃষ্টি সঙ্গে হাওয়া দোসর হলেই মৎস্যজীবীদের পোয়া বারো হয়। কিন্তু চলতি বছর মাছ ধরার মরশুম শুরু হলেও মৎস্যজীবীদের জন্য কোন খুশির খবর এখন নেই। কারণ সমুদ্রে সামুদ্রিক মাছের ভাটা।
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র শুধু রাজ্যের নয় পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্র। এই মাছ নিলাম কেন্দ্র থেকে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশের বিভিন্ন বাজারে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছের রফতানি হয়।
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র শুধু রাজ্যের নয় পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ নিলাম কেন্দ্র। এই মাছ নিলাম কেন্দ্র থেকে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশের বিভিন্ন বাজারে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছের রফতানি হয়।
চলতি বছর পরিস্থিতি আশানুরূপ না। কারণ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের যোগান অত্যন্ত কম। মাছ শিকার মরশুমের একমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দিঘায় ইলিশের দেখা নেই। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের যোগান অত্যন্ত কম।কেন দিঘা সমুদ্রে মাছ শিকার আশানুরূপ হচ্ছে না!
চলতি বছর পরিস্থিতি আশানুরূপ না। কারণ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের যোগান অত্যন্ত কম। মাছ শিকার মরশুমের একমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দিঘায় ইলিশের দেখা নেই। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের যোগান অত্যন্ত কম।কেন দিঘা সমুদ্রে মাছ শিকার আশানুরূপ হচ্ছে না!
এ নিয়ে মৎস্যজীবীরা জানান, বর্ষার বৃষ্টি এখনও পর্যন্ত স্বাভাবিক নেই। বাংলা শ্রাবণ মাসের ১ তারিখ হলেও ঝিরঝির বৃষ্টির দেখা নেই। ফলে মাছ শিকারের ব্যাঘাত ঘটছে। মাছ নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের যোগান কম রয়েছে। এরকম পরিস্থিতি চললে বাজারে মাছের দাম বাড়বে। মৎস্যজীবীদের ট্রলার মালিকেরা বলছেন সচরাচর এরকম পরিস্থিতি এর আগে কোন বছরই হয়নি। মাছ শিকার শুরু হওয়ার পর টানা একমাস ইলিশের দেখা মিলছে না। সেই সঙ্গে অন্যান্য মাছও অনেক কম পরিমাণ উঠছে। যার ফলে ক্ষতির মুখ দেখতে হচ্ছে।
এ নিয়ে মৎস্যজীবীরা জানান, বর্ষার বৃষ্টি এখনও পর্যন্ত স্বাভাবিক নেই। বাংলা শ্রাবণ মাসের ১ তারিখ হলেও ঝিরঝির বৃষ্টির দেখা নেই। ফলে মাছ শিকারের ব্যাঘাত ঘটছে। মাছ নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের যোগান কম রয়েছে। এরকম পরিস্থিতি চললে বাজারে মাছের দাম বাড়বে। মৎস্যজীবীদের ট্রলার মালিকেরা বলছেন সচরাচর এরকম পরিস্থিতি এর আগে কোন বছরই হয়নি। মাছ শিকার শুরু হওয়ার পর টানা একমাস ইলিশের দেখা মিলছে না। সেই সঙ্গে অন্যান্য মাছও অনেক কম পরিমাণ উঠছে। যার ফলে ক্ষতির মুখ দেখতে হচ্ছে।
১৭ জুলাই বুধবার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে দেখা যায় সামুদ্রিক মাছ উঠেছে অত্যন্ত কম পরিমাণ। সামুদ্রিক চিংড়ি পমফ্রেট ভোলা সহ অন্যান্য সামুদ্রিক মাছ কম পরিমাণ উঠলেও ইলিশের দেখা পাওয়া যায়নি। যদিও ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েসনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, 'বিগত কয়েক বছর ইলিশের দেখা নেই দিঘায়। চলতি বছর ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছের যোগান অত্যন্ত কম। তবে বৃষ্টি পড়লেই আবারও সামুদ্রিক মাছের জোগান বাড়বে।'
১৭ জুলাই বুধবার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে দেখা যায় সামুদ্রিক মাছ উঠেছে অত্যন্ত কম পরিমাণ। সামুদ্রিক চিংড়ি পমফ্রেট ভোলা সহ অন্যান্য সামুদ্রিক মাছ কম পরিমাণ উঠলেও ইলিশের দেখা পাওয়া যায়নি। যদিও ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েসনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, ‘বিগত কয়েক বছর ইলিশের দেখা নেই দিঘায়। চলতি বছর ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছের যোগান অত্যন্ত কম। তবে বৃষ্টি পড়লেই আবারও সামুদ্রিক মাছের জোগান বাড়বে।’
প্রসঙ্গত ২০১৭ সাল থেকে দিঘায় ইলিশের ভাটা চলছে। চলতি বছর মাতৃকার মরশুম শুরু হওয়ার আগে আশাবাদী হয়েছিল মৎসজীবীরা এবার ভালো ইলিশ উঠবে। কিন্তু আবহাওয়ার খামখানিপনা তাদের সেই আশায় কার্যত জল ঢেলেছে। এখন বৃষ্টি নামার অপেক্ষায় দিঘার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা। Input- Saikat Shee
প্রসঙ্গত ২০১৭ সাল থেকে দিঘায় ইলিশের ভাটা চলছে। চলতি বছর মাতৃকার মরশুম শুরু হওয়ার আগে আশাবাদী হয়েছিল মৎসজীবীরা এবার ভালো ইলিশ উঠবে। কিন্তু আবহাওয়ার খামখানিপনা তাদের সেই আশায় কার্যত জল ঢেলেছে। এখন বৃষ্টি নামার অপেক্ষায় দিঘার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকেরা। Input- Saikat Shee