মালগাড়ির ধাক্কা

Birbhum News: নেই লেভেল ক্রসিং! গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি, তারপরেই…

বীরভূম: আবার এক বড়সড়ো এক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল একটি  গাড়ি। খড়দহের ঘটনার পুরাবৃত্তি বীরভূমের রাজগ্রামে। রেললাইন পার হওয়ার সময় মালগাড়ি ধাক্কা মারে একটি গাড়িতে। তবে চালক ও আরোহীরা সবাই সুরক্ষিত রয়েছেন।

বৃহস্পতিবার রাতে বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে রেললাইন পার হচ্ছিল একটি চারচাকা গাড়ি। সেই সময় ওই লাইনে চলে আসে একটি মালগাড়ি। ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন  চালক ও এক আরোহী। তারপরেই মালগাড়ির ধাক্কায় চারচাকা গাড়ি ছিটকে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির ডান দিক। রাজগ্রাম রেল স্টেশন থেকে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য একটি রেলপথ রয়েছে। ওই রেলপথে কোনও যাত্রিবাহী ট্রেন চলাচল করে না।

শুধুমাত্র পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য মালগাড়ি চলে। সেই রেলপথে কোথাও কোনও রেলগেট নেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এই লাইনে কোনও রেলগেটের ব্যবস্থা করা হয়নি। সকলের একটাই দাবি, অবিলম্বে মাল গাড়ি যাতায়াতের জন্য এই রেল পারে একটি রেলগেট ব্যবস্থা করে দেওয়া হোক।