মাইক্রোসফটের পরিষেবায় বিভ্রাট।

Microsoft service disrupted: মাইক্রোসফটের সার্ভারে সমস্যা, বিশ্ব জুড়ে বিপর্যস্ত বিমান, ব্যাঙ্কিং, মিডিয়া-সহ একাধিক সেক্টর

নয়াদিল্লি: মাইক্রোসফটের সার্ভারে যান্ত্রিক গোলযোগ, বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট পরিষেবায় প্রভাব পড়ায় বড়সড় সমস্যার মুখে বিমান, ব্যাঙ্কিং, সম্প্রচার-সহ বিভিন্ন পরিষেবা। বিশ্ব জুড়ে ইন্টারনের পরিষেবা ব্যাহত হওয়ায় বড় ক্ষতির মুখে একাধিক সেক্টর।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

পরিস্থিতি সামাল দিতে জোর করে অবতরণ করানো হল একাধিক বিমানকে। ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, আকাশা-সহ যান্ত্রিক গোলযোগের কারণে প্রভাবিত বিমান পরিষেবা। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে বুকিং, চেক ইন, বোর্ডিং পাস দেখা-সহ বিমান চলাচলেও বিভ্রাট দেখা দিয়েছে। শুধু তাই নয়, ইন্টারনেটের সমস্যার ফলে ব্যাঙ্কিং পরিষেবাও বড়সড় ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হতে চলেছে? শুনলে গায়ে কাঁটা দেবে পাঁচ মাস আগে থেকেই

শুধু তাই নয়, সম্প্রচারেও প্রভাব পড়েছে একাধিক টিভি চ্যানেলের। ব্রিটেনের স্কাই নিউজ-সহ, অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলিতেও বন্ধ হয়ে গিয়েছে সম্প্রচার। ইন্টারনেটের সমস্যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কিং পরিষেবাও। যেহেতু ব্যাঙ্কিং পরিষেবাতেও বিরাট গুরুত্ব রয়েছে ইন্টারনেট পরিষেবার, তাই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হয়েছে। তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যাঙ্ক ক্যাপিটেক, অস্ট্রেলিয়ার ন্যাব, কমোনওয়েলথ এবং বেন্ডিগো ব্যাঙ্কও সমস্যার কথা জানিয়েছে।