road accident: স্ত্রীকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় দুর্ঘটনা! মৃত স্বামী সহ আরও ২ জন

মুর্শিদাবাদ: স্কুলে নিয়ে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী সহ আরও দুজনের। গুরুতর আহত ২জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানার মির্জাপুরে। মৃত যুবকের নাম সঞ্জীব মন্ডল। তাঁর বয়স হয়েছিল ২২ বছর। মৃতদের তালিকায় বাকি দু’জনের মধ্যে একজনের নাম ভানু মন্ডল, তাঁর বয়স হয়েছিল ২১ বছর। আর একজন ছিলেন নাবালক, শুভ মন্ডল।

জানা যায়, একটি বাইকে করে সঞ্জীব সহ তাঁর দুই বন্ধুকে নিয়ে মির্জাপুর বাজারের দিকে আসছিলেন। অন্য দিকে দ্বাদশ শ্রেনীর এক ছাত্রীকে নিয়ে বাইকে করে তাঁর স্বামী ভানু মন্ডল মির্জাপুর স্কুলের দিকে যাচ্ছিলেন। তখনই দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীবের। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় স্কুলছাত্রীর স্বামী ভানু এবং আর একজন আত্মীয় শুভর। স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বার বার এই এলাকায় দুর্ঘটনা ঘটলেও পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তায় কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন- ছাত্র আন্দোলনের আঁচে দুই বাংলার মাঝে ৩ ঘণ্টা আটকে মৈত্রী এক্সপ্রেস!

প্রতিবাদে দুর্ঘটনার পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও আবরোধ তুলে দেয়। মৃত ভানুর মা রেখা মন্ডল আক্ষেপ করে বলেন, “বৌমার স্কুলে যেতে দেরি হয়ে যাওয়ায় ছেলে বাইকে করে স্কুলে দিতে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে গেল।”
এলাকাবাসী বিকাশ মন্ডলের বক্তব্য, “মাঝেমধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। নিরাপত্তার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই কারনে আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাই।” যদিও মুখোমুখি বাইক সংঘর্ষের ক্ষেত্রে আরোহীদের মাথায় হেলমেট ছিল কিনা তাও স্পষ্ট নয়।