মৃত যুবকের পরিবার

Migrant worker death: ৭ দিন পরেও ঘরে ফিরল না ছেলে, চোখের জলও যেন শুকিয়ে গিয়েছে পরিবারের

উত্তর ২৪ পরগনা: মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয় ছেলের। সাত দিন পেরিয়ে গেলেও এসে পৌঁছল না গোপালনগরের বাড়িতে। ছেলেকে শেষ দেখার আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাহায্য প্রার্থনা করল মৃত যুবকের পরিবার।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

জানা গিয়েছে, মালয়েশিয়ায় পথদুর্ঘটনায় মৃত্যু হয় বনগাঁর আক্রামুল মণ্ডলের সঙ্গে নদীয়ার আরও দুই যুবকের। বছর ২৯-এর আক্রামুল মণ্ডল কাজের সূত্রে বাইরে গেলেও কিছু দিনের মধ্যেই ফিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছিল পরিবারের কাছে, তবে আর ফেরা হল না। গত শনিবার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে আক্রামুলের। তবে দুর্ঘটনার পর সাত দিন কেটে গেলেও এখনও বাড়িতে এসে পৌঁছল না ছেলের মৃতদেহ।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হতে চলেছে? শুনলে গায়ে কাঁটা দেবে পাঁচ মাস আগে থেকেই

কী ভাবে এখন ছেলের দেহ ফিরিয়ে আনা সম্ভব হবে তা বুঝে উঠতে পারছে না পরিবারের কেউই। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও মেলেনি কোনও সাহায্য। এখন রাজ্য সরকারের সাহায্যের আশায় সীমান্ত এলাকার অসহায় ওই মৃত যুবকের পরিবার। বুকে পাথর চাপা কষ্ট নিয়েই স্ত্রী, সন্তান-সহ পরিজনেরা অপেক্ষায় একবারের জন্য হলেও মুখটা শেষবার দেখার।