রেড লেমন 

Purba Bardhaman News: বাড়ি বসেই করে ফেলুন ‘এই’ লেবু চাষ! মালামাল হয়ে যাবেন, টাকার কোনও অভাব থাকবে না 

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে রেড লেমন নামের একটি বিদেশি প্রজাতির পাতি লেবু গাছ। নার্সারির কর্ণধার সংকর দত্তের কথায়, সাধারণ লেবুর থেকে এই রেড লেমন চাষ করলে বেশ কিছু টাকা বেশি আয় করা যেতে পারে।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে রেড লেমন নামের একটি বিদেশি প্রজাতির পাতি লেবু গাছ। নার্সারির কর্ণধার সংকর দত্তের কথায়, সাধারণ লেবুর থেকে এই রেড লেমন চাষ করলে বেশ কিছু টাকা বেশি আয় করা যেতে পারে।
এই প্রজাতির লেবুতে রসের পরিমাণ যেমন বেশি, ঠিক সেরকমই ফলনও অনেক বেশি। এছাড়াও এই লেবুর আরও বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে।
এই প্রজাতির লেবুতে রসের পরিমাণ যেমন বেশি , ঠিক সেরকমই ফলনও অনেক বেশি। এছাড়াও এই লেবুর আরও বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে।
সংকর দত্ত জানিয়েছেন, "লেবু এখন প্রত্যেকদিনই প্রায় মানুষের প্রয়োজন হয়। লেবুর চাহিদা আছে বাজারে। আর এই লেবুতে ছোট অবস্থা থেকেই প্রচুর পরিমাণে রস পাওয়া যাবে।"
সংকর দত্ত জানিয়েছেন, “লেবু এখন প্রত্যেকদিনই প্রায় মানুষের প্রয়োজন হয়। লেবুর চাহিদা আছে বাজারে। আর এই লেবুতে ছোট অবস্থা থেকেই প্রচুর পরিমাণে রস পাওয়া যাবে।”
এই প্রজাতির লেবু গাছ থেকে একটানা প্রায় ২৫ বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে। এছাড়াও বছরের প্রায় ছ'মাস ধরে ফলন পাওয়া যাবে এই গাছ থেকে। গাছ লাগানোর এক বছর পর থেকেই ফলন পাওয়া যাবে।তবে দু'বছর পর থেকে সম্পূর্ণ ভাবে বেশি পরিমাণে পর্যাপ্ত ফলন মিলবে এই গাছ থেকে।
এই প্রজাতির লেবু গাছ থেকে একটানা প্রায় ২৫ বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে। এছাড়াও বছরের প্রায় ছ’মাস ধরে ফলন পাওয়া যাবে এই গাছ থেকে। গাছ লাগানোর এক বছর পর থেকেই ফলন পাওয়া যাবে।তবে দু’বছর পর থেকে সম্পূর্ণ ভাবে বেশি পরিমাণে পর্যাপ্ত ফলন মিলবে এই গাছ থেকে।
একটা গাছ থেকে বছরে দেড় হাজার পিস লেবু পাওয়া যেতে পারে। এছাড়াও এই লেবু বড় হলে প্রায় ৭০ গ্রাম ওজন হয়। এবং প্রচুর পরিমাণে এই লেবু থেকে রস পাওয়া যায়।
একটা গাছ থেকে বছরে দেড় হাজার পিস লেবু পাওয়া যেতে পারে। এছাড়াও এই লেবু বড় হলে প্রায় ৭০ গ্রাম ওজন হয়। এবং প্রচুর পরিমাণে এই লেবু থেকে রস পাওয়া যায়।
বাজারে চলতে লাগলেই ব্যাপক দাম পাওয়া যাবে এই লেবুর। লাল রং এবং অত্যাধিক রসের কারণে জনপ্রিয় হয়ে উঠবে এই প্রজাতির লেবু। সব মিলিয়ে রেড লেমন চাষ করে লাভবান হতে পারবেন চাষিরা।
বাজারে চলতে লাগলেই ব্যাপক দাম পাওয়া যাবে এই লেবুর। লাল রং এবং অত্যাধিক রসের কারণে জনপ্রিয় হয়ে উঠবে এই প্রজাতির লেবু। সব মিলিয়ে রেড লেমন চাষ করে লাভবান হতে পারবেন চাষিরা।