মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Digha news: গভীর সমুদ্রেও যেতে হল না! ছোট ডিঙি নিয়েই মৎস্যজীবীদের জালে যা উঠল, দিঘায় খুশির হাওয়া

একদিকে পূবালি হাওয়া, তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি৷ ইলিশ জালে ওঠার জন্য একেবারে আদর্শ আবহাওয়া৷ দিঘা মোহনাতেও মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ভাল পরিমাণে ইলিশ৷
একদিকে পূবালি হাওয়া, তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি৷ ইলিশ জালে ওঠার জন্য একেবারে আদর্শ আবহাওয়া৷ দিঘা মোহনাতেও মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ভাল পরিমাণে ইলিশ৷ তথ্য- পঙ্কজ দাশরথী
এ দিন দিঘা মোহনায় প্রায় চার কুইন্টাল ইলিশ ওঠে৷ আগামী কয়েকদিনে এই পরিমাণ আরও বাড়বে বলেই আশা দিঘার মৎস্যজীবীদের৷
এ দিন দিঘা মোহনায় প্রায় চার কুইন্টাল ইলিশ ওঠে৷ আগামী কয়েকদিনে এই পরিমাণ আরও বাড়বে বলেই আশা দিঘার মৎস্যজীবীদের৷
বর্ষা আসার পর ইলিশের আশায় ইতিমধ্যেই গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে অসংখ্য লঞ্চ এবং ট্রলার৷ সেগুলি ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে৷
বর্ষা আসার পর ইলিশের আশায় ইতিমধ্যেই গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে অসংখ্য লঞ্চ এবং ট্রলার৷ সেগুলি ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে৷
এ দিন যে মাছগুলি জালে উঠেছে, সেগুলি মূলত ধরা পড়েছে অগভীর সমুদ্র এলাকা থেকেই৷ ছোট নৌকা ও ভুটভুটি নিয়ে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জালেই এই মাছ উঠেছে৷
এ দিন যে মাছগুলি জালে উঠেছে, সেগুলি মূলত ধরা পড়েছে অগভীর সমুদ্র এলাকা থেকেই৷ ছোট নৌকা ও ভুটভুটি নিয়ে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জালেই এই মাছ উঠেছে৷
ইলিশের ধরা পড়ার পরিমাণ বাড়ায় মৎস্যজীবীরা যেমন খুশি, সেরকমই দিঘায় আসা পর্যটকরাও খুশি৷ অনেকেই ইলিশ মাছ কিনে নিয়ে দিঘা থেকে ফিরছেন৷
ইলিশের ধরা পড়ার পরিমাণ বাড়ায় মৎস্যজীবীরা যেমন খুশি, সেরকমই দিঘায় আসা পর্যটকরাও খুশি৷ অনেকেই ইলিশ মাছ কিনে নিয়ে দিঘা থেকে ফিরছেন৷