ছবি আঁকা ছাতা 

East Bardhaman News: বর্ষাবরণে অভিনব পদক্ষেপ, সেই সঙ্গে হবে উপার্জনও

পূর্ব বর্ধমান: ঋতুবরণ করে নেওয়ার অভিনব ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলায়। বর্ষা ঋতুকে বরণ করে নিতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র। এই অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের ঋতু বরণের চিন্তাভাবনা একটু ভিন্ন ধরনের।

আমরা সকলেই জানি যে বর্ষার সময় অতি প্রয়োজনীয় একটি জিনিস হল ছাতা। বৃষ্টি শুরু হলে ছাতা ছাড়া কারোরই চলে না। আর এবার সেই ছাতার উপর বিভিন্ন ধরনের ছবি এঁকে বরণ করে নেওয়া হল বর্ষা ঋতুকে।

আরও পড়ুন: কনফার্মড টিকিট পাচ্ছেন না? কোন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কেমন?

পূর্ব বর্ধমানের কাটোয়ার এই অঙ্কন কেন্দ্রের নাম চিত্রতরী অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র। এই বিষয়ে অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রত্যেকেই ছাতা ব্যবহার করেন এই বর্ষাকালে। কিন্তু ছাত্র-ছাত্রীরা যাতে শিল্পসত্তা দিয়ে এই ছাতাকে ব্যবহার করে সে কারণেই এই উদ্যোগ। রাস্তায় এই ধরনের ছাতা নিয়ে বেরোলেও অনেকেই আকর্ষিত হবে। এই ধরনের কাজ করার জন্য ভবিষ্যতেও অনেকে আকৃষ্ট হবেন।” চিত্রতরী অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের তরফে কাটোয়ার সংস্কৃতি চক্রে এই অঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছিল। সাধারণত খাতা অথবা ক্যানভাসে ছবি আঁকার দৃশ্য প্রায় সকলেরই চেনা। কিন্তু ঋতু বরণের জন্য ছাতার মধ্যে ছবি আঁকার দৃশ্য সত্যিই একটু অন্য রকমের।

আরও পড়ুন: ২১শে জুলাই দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কবে কোথায় ভারী বৃষ্টি?

উক্ত কর্মশালায় বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকেই নিজেদের মনের মতো ছবি ফুটিয়ে তোলে ছাতার উপর। রং এবং তুলির টানে ছাতায় আঁকা নকশা এবং ছবি সত্যিই নজরকাড়া। এই কর্মশালায় অংশগ্রহণ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। এই বিষয়ে সুনিতা বিশ্বাস নামের এক ছাত্রী বলেন, “এর আগেও ছবি আঁকার অনেক কাজ করেছি কিন্তু এই কাজ করে আমার খুবই ভালো লাগছে। এভাবে ছবি আঁকার মাধ্যমে বর্ষাকে বরণ করার উদ্যোগ বেশ অন্য রকম। এই ছাতা নিয়ে রাস্তায় বেরোলে সাধারণ মানুষকে কী বলবেন সেটা জানার খুব ইচ্ছা রয়েছে আমার।”

অঙ্কন সংস্থার কথায়, ঋতু বরণের পাশাপাশি এহেন কর্মসূচির মাধ্যমে প্রত্যেকেরই শিল্পসত্তার বিকাশ ঘটবে। এছাড়াও ছাতার মধ্যে বিভিন্ন ধরনের ছবি , নকশা এঁকে বিক্রি করা যেতে পারলে, সেখান থেকেও একটা টাকা অর্জন করাও সম্ভব।