শহিদ দিবসের মঞ্চে অভিষেক

Abhishek Banerjee in TMC 21st July Rally: ভোট মিটতেই কোথায় গিয়েছিলেন অভিষেক? ফাঁস হল একুশের মঞ্চে! ‘ফল’ মিলবে তিন মাসে

কলকাতা: তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে স্বমেজাজে ফের দলের উদ্দেশ্যে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করে বুঝিয়ে দিলেন ফের একবার ভোটে লড়ার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে মা-মাটি-মানুষের দল।

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত দেশজুড়ে মোট সাত দফায় চলে লোকসভা নির্বাচন ২০২৪। ৪ জুন লোকসভার ফলাফল প্রকাশ হয়। তার পর থেকে কোনও রাজনৈতিক সমাবেশে দেখা যায়নি অভিষেককে। কোথায় ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ? ২১-এর শহিদ দিবসের মঞ্চে সেকথাই জানালেন অভিষেক।

আরও পড়ুন: দেশের সেরা ১০ স্কুল কোনগুলি? দেখে নিন IIRF র‍্যাঙ্কিং, কলকাতার কোন স্কুল?

অভিষেক বললেন, ‘আমি পর্যালোচনায় ব্যস্ত ছিলাম।তাই গত দেড় মাস আমাকে দেখেননি। এর ফল তিন মাসে দেখবেন। আমাদের ২৬ এর জন্য প্রস্তুত হতে হবে। নিজের কথা ভাবলে হবে না। কর্মীদের কথা ভাবতে হবে। পুরসভায় দেখতে হবে। আপনি যত বড় নেতা হল দল ব্যবস্থা নেবে। আপনি পুরসভায় জিতবেন আর বিধানসভায় নয়। ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় এসে একটা মিটিং করব আর জিতবেন। দল ব্যবস্থা নেব।’

আরও পড়ুন: কেবল রসগোল্লা-পান্তুয়া নয়, রোজের ৫ অভ্যাসে ব্লাড সুগার বেড়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে! জানুন

অভিষেকের দাবি, ‘আমাদের ২৯+১৩ মোট ৪২ সাংসদ আছে। আমরা তৃতীয় বৃহত্তম দল। যারা আমাদের সাফ করবে বলেছিল, তারা আজ নিজেরাই সাফ। যদি এসএসসি দুর্নীতিতে পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করে। তাহলে নিটের কেলেঙ্কারিতে কেন ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার হবে না?’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়