মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee on TMC 21st July Rally North Bengal: ‘কেন ভুল বুঝল জানি না’, বিপুল জয়েও মমতার আক্ষেপ একটি মাত্র জেলা! আশা রাখলেন ২৬-এ

কলকাতা: লোকসভা ভোটে রাজ্যে বিপুল জয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আক্ষেপ। কীসের আক্ষেপ? একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে’। উত্তরের ফল নিয়েই তৃণমূলনেত্রী একুশের মঞ্চে বক্তব্য শুরু করেন রবিবার।

মমতার বক্তব্য, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে। আশা করি আগামীদিন আমরা ভাল ফল করব। মালদার আম ও আমসত্ত্ব ২০২৬ সালে আমরা পাব। আমি মালদাকে ভুল বুঝিনি। মালদহের মানুষ কেন ভুল বুঝলেন জানি না৷ একটা সিট কংগ্রেসকে, একটা বিজেপিকে৷ ওরা কোনওদিন আপনাদের জন্য কিছু করেছেন? কোনও দিন করবেও না৷ ২০২৬-এ মালদহের আম, আমসত্ত্ব আমরা পাব৷’

আরও পড়ুন: ভোট মিটতেই কোথায় গিয়েছিলেন অভিষেক? ফাঁস হল একুশের মঞ্চে! ‘ফল’ মিলবে তিন মাসে

মমতার দাবি, ‘অন্যায় করলে আমি কাউকে ছাড়ি না। অন্যায় করলে আমি তৃণমূল কংগ্রেস এর কাউকে ছাড়ি না। অন্যায় করবেন না। মহিলাদের সন্মান দেবেন। বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো? বাংলায় দেশ কে রক্ষা করবে। বাংলা ছাড়া দেশ চলতে পারে না। বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করবো। আমরা লক্ষ্মীর ভাণ্ডার ২ কোটি এর বেশি মহিলাকে দিয়েছি।’

আরও পড়ুন: কেবল রসগোল্লা-পান্তুয়া নয়, রোজের ৫ অভ্যাসে ব্লাড সুগার বেড়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে! জানুন

মমতা বললেন, ‘তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হোক। আমি বিত্তবান চাই না। আমি মানুষ চাই। পঞ্চায়েত, মিউনিসিপালিটি গুলোকে বলবো এখন থেকে যাতে কোনো অভিযোগ না আসে, না হলে আমি পদক্ষেপ নেব।’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়