চাকরি নিয়ে মমতার আশ্বাস

Mamata-21 July Rally: ‘আমার কাছে…’, একুশের মঞ্চ থেকে চাকরি নিয়ে বিরাট ঘোষণা মমতার! মিলল বড় আশ্বাস

কলকাতা: লোকসভা ভোটে সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি রবিবার। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চকে ঘিরে উপচে পড়া ভিড় কর্মী-সমর্থকদের। আর বৃষ্টিভেজা সেই সভা থেকেই বিজেপিকে একহাত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যে লাখ-লাখ চাকরির সুযোগ থাকা সত্ত্বেও যে আইনি জটিলতায় তা ফলপ্রসূ হয়ে উঠছে না, তাও স্পষ্ট করে দিলেন মমতা। একইসঙ্গে তুমুল বিঁধলেন বিজেপি, সিপিআইএম, এমনকী কংগ্রেসকেও।

একুশের সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেন, ”বিজেপি, সিপিআইএম, কংগ্রেস কোর্টে যাচ্ছে। আমার কাছে শিক্ষকের চাকরি রেডি আছে। কারও চাকরি যাবে না। দশ লক্ষ চাকরি আমার তৈরি আছে। আমরা লড়াই চালিয়ে যাব। আমরা দায়িত্বে আসার আগে দারিদ্রসীমার নীচে ছিলেন ৫৭.৬ শতাংশ মানুষ। আমাদের জমানায় তা ৪০ শতাংশ কমে গিয়েছে।”

আরও পড়ুন: ‘তিনটে দলের সঙ্গে লড়ে জিতেছি!’ একুশের মঞ্চ থেকেও কংগ্রেসকে বিঁধলেন মমতা

মমতার সংযোজন, ”লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। স্বাস্থ্যসাথীতে ১০ হাজার কোটি টাকার বিনিময়ে মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি।” একইসঙ্গে মমতা জানিয়ে দেন, ওবিসি ইস্যুতেও কারও চাকরি যাবে না।

একইসঙ্গে মমতার ঘোষণা, ”প্রথম ফেজে ১১ লক্ষ বাড়ির টাকা দেব ডিসেম্বরে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে আবেদন গুলো এসেছে, সেগুলো আমরা পুজোর পরে দেব।”