মমতা বন্দ্যোপাধ্যায়

‘মালদহের আম, আমসত্ত্ব আমরা পাব’ ২৬-এর লক্ষ্যে কী বার্তা মমতার?

কলকাতা: লোকসভা ভোটে রাজ্যে বিপুল জয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আক্ষেপ। কীসের আক্ষেপ? একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে’। উত্তরের ফল নিয়েই তৃণমূলনেত্রী একুশের মঞ্চে বক্তব্য শুরু করেন রবিবার।

মমতার বক্তব্য, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে। আশা করি আগামীদিন আমরা ভাল ফল করব। মালদার আম ও আমসত্ত্ব ২০২৬ সালে আমরা পাব। আমি মালদাকে ভুল বুঝিনি। মালদহের মানুষ কেন ভুল বুঝলেন জানি না৷ একটা সিট কংগ্রেসকে, একটা বিজেপিকে৷ ওরা কোনওদিন আপনাদের জন্য কিছু করেছেন? কোনও দিন করবেও না৷ ২০২৬-এ মালদহের আম, আমসত্ত্ব আমরা পাব৷’