শ্রাবণমাস মহাদেবের নামে উ‍ৎসর্গীকৃত৷ বলা হয় শ্রাবণমাসের সোমবার তাঁর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷

Sawan Somvar Rituals 2024: আজ শ্রাবণের প্রথম সোমবার, জানুন দিনের কোন সময়, কীভাবে মহাদেবের পুজো করলে তাঁর আশীর্বাদে কাটবে বিঘ্ন, হবেন সৌভাগ্যশালী

শ্রাবণমাস মহাদেবের নামে উ‍ৎসর্গীকৃত৷ বলা হয় শ্রাবণমাসের সোমবার তাঁর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷
শ্রাবণমাস মহাদেবের নামে উ‍ৎসর্গীকৃত৷ বলা হয় শ্রাবণমাসের সোমবার তাঁর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷

 

শ্রাবণে দেবাদিদেব মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়৷ কীভাবে তাঁর পুজো করবেন, কী কী নিয়ম পালন করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
শ্রাবণে দেবাদিদেব মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়৷ কীভাবে তাঁর পুজো করবেন, কী কী নিয়ম পালন করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷

 

এ বার শ্রাবণের সোমবারগুলি পড়েছে ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ অগাস্ট এবং ১২ অগাস্ট৷
এ বার শ্রাবণের সোমবারগুলি পড়েছে ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ অগাস্ট এবং ১২ অগাস্ট৷

 

শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ ২২ জুলাই যাঁরা পুজো করবেন তাঁরা ভোর ৫ টা থেকে সকাল ৯ টা এবং সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৮ টার মধ্যে পুজো করুন৷ এই মুহূর্ত পুজোর জন্য খুব শুভ ও সেরা৷
শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ ২২ জুলাই যাঁরা পুজো করবেন তাঁরা ভোর ৫ টা থেকে সকাল ৯ টা এবং সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৮ টার মধ্যে পুজো করুন৷ এই মুহূর্ত পুজোর জন্য খুব শুভ ও সেরা৷
শ্রাবণ সোমবারের ব্রতপালন করলে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ এই শুভ তিথিতে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
শ্রাবণ সোমবারের ব্রতপালন করলে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ এই শুভ তিথিতে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

সকালেই বাড়িঘর এবং পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন৷ পরিচ্ছন্ন স্থানে পুজো করুন৷ শিবলিঙ্গে দুধ, ঘি এবং মধু দিয়ে অভিষেক করতে হবে৷
সকালেই বাড়িঘর এবং পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন৷ পরিচ্ছন্ন স্থানে পুজো করুন৷ শিবলিঙ্গে দুধ, ঘি এবং মধু দিয়ে অভিষেক করতে হবে৷

 

 মহাদেবের ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে থাকা নন্দীকে গঙ্গাজল ও দুধ অর্পণ করতে হবে৷ এর পর শিবলিঙ্গে একে একে দিন বেলপাতা, ধুতুরা, চন্দন ও আতপচাল৷
মহাদেবের ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে থাকা নন্দীকে গঙ্গাজল ও দুধ অর্পণ করতে হবে৷ এর পর শিবলিঙ্গে একে একে দিন বেলপাতা, ধুতুরা, চন্দন ও আতপচাল৷

 

শিবপুজোয় কেতকী ফুল ও তুলসিপাতা ব্যবহার করবেন না৷ জল নিবেদনের জন্য সব সময় কাঁসা বা পিতলের পাত্র ব্যবহার করুন৷
শিবপুজোয় কেতকী ফুল ও তুলসিপাতা ব্যবহার করবেন না৷ জল নিবেদনের জন্য সব সময় কাঁসা বা পিতলের পাত্র ব্যবহার করুন৷

 

শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সাবুদানা, ফল, নুনবিহীন ভাজাভুজির মতো সাত্তিক আহার গ্রহণ করুন৷ আমিষ আহার এবং অন্ন গ্রহণ করবেন না৷
শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সাবুদানা, ফল, নুনবিহীন ভাজাভুজির মতো সাত্তিক আহার গ্রহণ করুন৷ আমিষ আহার এবং অন্ন গ্রহণ করবেন না৷