ট্রেনের দাবি পর্যটন ব্যবসায়ীদের

Dooars Tour: ডুয়ার্সে বাড়াতে হবে ট্রেনের সংখ্যা তবেই বাড়বে পর্যটন! দাবি ব্যবসায়ীদের

জলপাইগুড়ি: ট্রেনের সংখ্যা বাড়ালে তবেই ডুয়ার্সে বাড়বে পর্যটকদের আগমন! ভিস্তা ডোম, বন্দে ভারত ছুটে চলায় বাড়ছে পর্যটকদের ভিড়, এমনটাই জানাচ্ছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের একাংশ। তারা বহুদিন ধরেই নতুন ট্রেন ও বিভিন্ন ডুয়ার্সে নানা স্টেশন স্টপেজের দাবি জানিয়ে আসছিল। এবার সেই দাবিকেই গুরুত্ব জলপাইগুড়ি লোকসভার সদস্যের।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ছুটছে বন্দে ভারত, রয়েছে পর্যটক স্পেশাল ভিস্তা ডোম সহ কাঞ্চনকন্যা, এবং কাঞ্চনজঙ্ঘার মতো ট্রেনের যাতায়াত। তবে, নেই পর্যটক এবং ডুয়ার্সের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ গুলোর দাবি মতো চালশা, নিউ মাল কিংবা প্রাচীন স্টেশন দোমহনি দিয়ে নামিদামি দূর পাল্লার ট্রেনের যাতায়াত ও স্টপেজ। সম্প্রতি এই দাবিটি উঠে এসেছে ডুয়ার্সে পর্যটন ব্যবসার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো থেকে।

আরও পড়ুন:বসবাস ভারতে, বিদেশ থেকে আসে জল! বিদুৎ বিলও জমা নেয় পড়শি দেশই! বাংলার এই গ্রামের নাম জানেন?

যার মধ্যে ছোটো গাড়ীর ব্যবসায়ী থেকে রয়েছে টুরিস্ট গাইড এবং বেসরকারী হোম স্টে থেকে রিসর্ট মালিকদের সংগঠন। লোকসভা সদস্য তথা ডুয়ার্সের ভূমিপুত্র ডাঃ জয়ন্ত কুমার রায় জানান, এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে ইতিমধ্যেই রেল সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রকের সামনে তুলে ধরা হয়েছে। তা হলে এবার কী ডুয়ার্সে পা রাখা আরও সহজ হবে পর্যটকদের জন্যে? বাড়বে উত্তরবঙ্গে আসার ট্রেন ও স্টপেজের সংখ্যা? মনে হাজারও আশার প্রদীপ জ্বললেও কবে আসবে সেই দিন সেদিকেই মুখিয়ে সকলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে