Tag Archives: puja rituals

Ganesh Chaturthi 2024 Date Time Shubh Muhurt : শনিবার গণেশ চতুর্থী! কখন শুরু পুণ্যতিথি? জানুন সিদ্ধিদাতার আশীর্বাদে সংসারে অর্থ ও সৌভাগ্য আনতে এই শুভদিনে কী খাবেন, কী খাবেন না

ভাদ্রমাসের অন্যতম বড় উৎসব গণেশ চতুর্থী পালিত হবে শনিবার৷ শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় সিদ্ধিদাতা বিনায়কের আবির্ভাব তিথি বা জন্মতিথি৷
ভাদ্রমাসের অন্যতম বড় উৎসব গণেশ চতুর্থী পালিত হবে শনিবার৷ শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় সিদ্ধিদাতা বিনায়কের আবির্ভাব তিথি বা জন্মতিথি৷

 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হবে শুক্রবার দুপুর ৩টে ৩ মিনিটে৷ থাকবে ৭ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টা ৩৮ পর্যন্ত৷
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হবে শুক্রবার দুপুর ৩টে ৩ মিনিটে৷ থাকবে ৭ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টা ৩৮ পর্যন্ত৷

 

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হবে শুক্রবার, ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ডে। থাকবে ৭ সেপ্টেম্বর, শনিবার দুপুর ২টো ১২ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত৷
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হবে শুক্রবার, ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ডে। থাকবে ৭ সেপ্টেম্বর, শনিবার দুপুর ২টো ১২ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত৷

 

গণেশ চতুর্থীতে কী কী খাবেন এবং খাবেন না, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব৷ তাঁর মতে এই খাদ্যবিধি পালন করলে সংসারে অর্থ, সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির কোনও অভাব হয় না৷
গণেশ চতুর্থীতে কী কী খাবেন এবং খাবেন না, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশারদ কৃষ্ণকুমার ভার্গব৷ তাঁর মতে এই খাদ্যবিধি পালন করলে সংসারে অর্থ, সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির কোনও অভাব হয় না৷

 

গণেশ চতুর্থী তিথিতে ভুলেও মুলো খাবেন না৷ কোনওরকম তিতো খাবারও এই তিথিতে বাড়িতে করবেন না৷ তাহলে জীবনে তিক্ততা এড়িয়ে থাকা যাবে৷
গণেশ চতুর্থী তিথিতে ভুলেও মুলো খাবেন না৷ কোনওরকম তিতো খাবারও এই তিথিতে বাড়িতে করবেন না৷ তাহলে জীবনে তিক্ততা এড়িয়ে থাকা যাবে৷
গণেশ চতুর্থীতে আমিষজাতীয় খাবার গ্রহণ করবেন না৷ এই তিথিতে সাত্তিক আহার খেলে গণপতির আশীর্বাদ পাবেন৷
গণেশ চতুর্থীতে আমিষজাতীয় খাবার গ্রহণ করবেন না৷ এই তিথিতে সাত্তিক আহার খেলে গণপতির আশীর্বাদ পাবেন৷

Kaushiki Amavasya Dos & Donts: আসছে কৌশিকী অমাবস্যা! নিজের বিপদ না চাইলে ভুলেও করবেন না এই কাজগুলি

আগামী ২ সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথিতে বলা হয় জোরালো এবং ভরা অমাবস্যা৷
আগামী ২ সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথিতে বলা হয় জোরালো এবং ভরা অমাবস্যা৷

 

এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে৷ কিছু কাজ কোনও মতেই এই পুণ্যতিথিতে করবেন না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
এই তিথিতে কিছু পালনীয় নিয়ম আছে৷ কিছু কাজ কোনও মতেই এই পুণ্যতিথিতে করবেন না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷

 

এই তিথিতে সংযম পালন করুন৷ গ্রহণ করুন নিরামিষ সাত্তিক আহার৷
এই তিথিতে সংযম পালন করুন৷ গ্রহণ করুন নিরামিষ সাত্তিক আহার৷

 

কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না৷
কাউকে কটু কথা বলবেন না এই তিথিতে৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না৷

 

এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেনও না৷ চুলদাড়ি কাটবেন না৷
এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেনও না৷ চুলদাড়ি কাটবেন না৷

 

 গরমজলে জামাকাপড় কাচবেন না৷ ভিজে জামকাপড় সূর্যাস্তের পর খোল আকাশের নীচে রাখবেন না৷
গরমজলে জামাকাপড় কাচবেন না৷ ভিজে জামকাপড় সূর্যাস্তের পর খোল আকাশের নীচে রাখবেন না৷

Janmashtami 2024: বাড়িতে রয়েছে গোপালের মূ্র্তি? প্রতিষ্ঠা করতে চান? জন্মাষ্টমীর আগে অবশ‍্যই জেনে নিন পুজোর এই কয়েকটি নিয়ম, পরামর্শ দিলেন পুরোহিত

অগাস্ট মাসেই পালিত হবে জন্মাষ্টমী উত্‍সব। এবছর আগামী ২৬ অগাস্ট কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। এইদিনে নাড়ু গোপালের পুজো করা হয়।
অগাস্ট মাসেই পালিত হবে জন্মাষ্টমী উত্‍সব। এবছর আগামী ২৬ অগাস্ট কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। এইদিনে নাড়ু গোপালের পুজো করা হয়।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
অনেকের বাড়িতেই রয়েছে নাড়ু গোপালের মূর্তি। আবার কেউ কেউ জন্মাষ্টমীর শুভ দিনে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন।
কিন্তু জানেন কী, গোপালের মূর্তিকে পুজো করার সঠিক বিধি? প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও রয়েছে একাধিক নিয়ম। সঠিক নিয়মের পালন না করলে রুষ্ট হতে পারেন দেবতা।
কিন্তু জানেন কী, গোপালের মূর্তিকে পুজো করার সঠিক বিধি? প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও রয়েছে একাধিক নিয়ম। সঠিক নিয়মের পালন না করলে রুষ্ট হতে পারেন দেবতা।
উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত শ্রী সাচ্চা অখিলেশ্বর মহাদেব মন্দিরের পুরোহিত শুভম তিওয়ারি জানালেন গোপালের পুজো, প্রতিষ্ঠা সংক্রান্ত একাধিক নিয়মাবলী।
উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত শ্রী সাচ্চা অখিলেশ্বর মহাদেব মন্দিরের পুরোহিত শুভম তিওয়ারি জানালেন গোপালের পুজো, প্রতিষ্ঠা সংক্রান্ত একাধিক নিয়মাবলী।
গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার জন‍্য শুভ সময় বেছে নেওয়া খুব প্রয়োজন। বিশেষ করে জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠা করা খুবই শুভ। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শুভ সময়ে শ্রী কৃষ্ণের মূর্তি বাড়িতে আনতে হবে।
গোপালের মূর্তি প্রতিষ্ঠা করার জন‍্য শুভ সময় বেছে নেওয়া খুব প্রয়োজন। বিশেষ করে জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠা করা খুবই শুভ। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শুভ সময়ে শ্রী কৃষ্ণের মূর্তি বাড়িতে আনতে হবে।
ঠাকুরঘরের উত্তর-পূর্ব দিকে প্রতিষ্ঠা করা উচিত গোপালের মূর্তি। ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিমা স্থাপনের সময় হলুদ, চন্দন ও ফুল দিয়ে পুজো করার পরামর্শ দিলেন পুরোহিত শুভম তিওয়ারি।
ঠাকুরঘরের উত্তর-পূর্ব দিকে প্রতিষ্ঠা করা উচিত গোপালের মূর্তি। ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিমা স্থাপনের সময় হলুদ, চন্দন ও ফুল দিয়ে পুজো করার পরামর্শ দিলেন পুরোহিত শুভম তিওয়ারি।
মূর্তি স্থাপন করার সময় মন্ত্র উচ্চারণ করুন, ধূপ প্রদীপ জ্বালান এবং ভগবানকে বস্ত্র, ফুল ও নৈবেদ্য অর্পণ করুন। এই ধরনের পুজো করলে বাড়িতে ইতিবাচক শক্তি ও দিব্য পরিবেশ তৈরি হয়।

মূর্তি স্থাপন করার সময় মন্ত্র উচ্চারণ করুন, ধূপ প্রদীপ জ্বালান এবং ভগবানকে বস্ত্র, ফুল ও নৈবেদ্য অর্পণ করুন। এই ধরনের পুজো করলে বাড়িতে ইতিবাচক শক্তি ও দিব্য পরিবেশ তৈরি হয়।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)

Janmashtami 2024 Timings: জন্মাষ্টমী কবে? কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? জানুন কখন পুজো করলে সেরা ফল পাবেন

আগামী সোমবার, ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী৷ দেশজুড়ে ভক্তগণ মেতে উঠবেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপনে৷
আগামী সোমবার, ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী৷ দেশজুড়ে ভক্তগণ মেতে উঠবেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপনে৷

 

 এ বার জন্মাষ্টমীতে নিশীথ পূজার সময় সোমবার রাত ১২.০১ থেকে ১২.৪৫ মিনিট (২৭ অগাস্ট) পর্যন্ত৷
এ বার জন্মাষ্টমীতে নিশীথ পূজার সময় সোমবার রাত ১২.০১ থেকে ১২.৪৫ মিনিট (২৭ অগাস্ট) পর্যন্ত৷

 

দহি হান্ডি পালিত হবে মঙ্গলবার ২৭ অগাস্টে৷ পারণ সময় ২৭ অগাস্ট রাত ১২.৪৫-এর পরে৷
দহি হান্ডি পালিত হবে মঙ্গলবার ২৭ অগাস্টে৷ পারণ সময় ২৭ অগাস্ট রাত ১২.৪৫-এর পরে৷

 

জন্মাষ্টমী তিথি শুরু হবে ২৬ অগাস্ট, রবিবার এবং সোমবারের সন্ধিক্ষণে রাত ৩.৩৯ মিনিটে৷
জন্মাষ্টমী তিথি শুরু হবে ২৬ অগাস্ট, রবিবার এবং সোমবারের সন্ধিক্ষণে রাত ৩.৩৯ মিনিটে৷

 

অষ্টমী তিথি থাকবে সোমবার এবং মঙ্গলবারের সন্ধিক্ষণে রাত ২.১৯ মিনিটে৷
অষ্টমী তিথি থাকবে সোমবার এবং মঙ্গলবারের সন্ধিক্ষণে রাত ২.১৯ মিনিটে৷

 

রোহিণী নক্ষত্র শুরু হবে ২৬ অগাস্ট রাত ৩.৫৫ মিনিটে৷ রোহিণী নক্ষত্র থাকবে ২৭ অগাস্ট বিকেল ৩.৩৮ পর্যন্ত৷
রোহিণী নক্ষত্র শুরু হবে ২৬ অগাস্ট রাত ৩.৫৫ মিনিটে৷ রোহিণী নক্ষত্র থাকবে ২৭ অগাস্ট বিকেল ৩.৩৮ পর্যন্ত৷

Sawan Somvar Rituals 2024: আজ শ্রাবণের প্রথম সোমবার, জানুন দিনের কোন সময়, কীভাবে মহাদেবের পুজো করলে তাঁর আশীর্বাদে কাটবে বিঘ্ন, হবেন সৌভাগ্যশালী

শ্রাবণমাস মহাদেবের নামে উ‍ৎসর্গীকৃত৷ বলা হয় শ্রাবণমাসের সোমবার তাঁর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷
শ্রাবণমাস মহাদেবের নামে উ‍ৎসর্গীকৃত৷ বলা হয় শ্রাবণমাসের সোমবার তাঁর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷

 

শ্রাবণে দেবাদিদেব মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়৷ কীভাবে তাঁর পুজো করবেন, কী কী নিয়ম পালন করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
শ্রাবণে দেবাদিদেব মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়৷ কীভাবে তাঁর পুজো করবেন, কী কী নিয়ম পালন করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷

 

এ বার শ্রাবণের সোমবারগুলি পড়েছে ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ অগাস্ট এবং ১২ অগাস্ট৷
এ বার শ্রাবণের সোমবারগুলি পড়েছে ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ অগাস্ট এবং ১২ অগাস্ট৷

 

শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ ২২ জুলাই যাঁরা পুজো করবেন তাঁরা ভোর ৫ টা থেকে সকাল ৯ টা এবং সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৮ টার মধ্যে পুজো করুন৷ এই মুহূর্ত পুজোর জন্য খুব শুভ ও সেরা৷
শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ ২২ জুলাই যাঁরা পুজো করবেন তাঁরা ভোর ৫ টা থেকে সকাল ৯ টা এবং সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৮ টার মধ্যে পুজো করুন৷ এই মুহূর্ত পুজোর জন্য খুব শুভ ও সেরা৷
শ্রাবণ সোমবারের ব্রতপালন করলে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ এই শুভ তিথিতে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
শ্রাবণ সোমবারের ব্রতপালন করলে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ এই শুভ তিথিতে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

সকালেই বাড়িঘর এবং পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন৷ পরিচ্ছন্ন স্থানে পুজো করুন৷ শিবলিঙ্গে দুধ, ঘি এবং মধু দিয়ে অভিষেক করতে হবে৷
সকালেই বাড়িঘর এবং পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন৷ পরিচ্ছন্ন স্থানে পুজো করুন৷ শিবলিঙ্গে দুধ, ঘি এবং মধু দিয়ে অভিষেক করতে হবে৷

 

 মহাদেবের ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে থাকা নন্দীকে গঙ্গাজল ও দুধ অর্পণ করতে হবে৷ এর পর শিবলিঙ্গে একে একে দিন বেলপাতা, ধুতুরা, চন্দন ও আতপচাল৷
মহাদেবের ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে থাকা নন্দীকে গঙ্গাজল ও দুধ অর্পণ করতে হবে৷ এর পর শিবলিঙ্গে একে একে দিন বেলপাতা, ধুতুরা, চন্দন ও আতপচাল৷

 

শিবপুজোয় কেতকী ফুল ও তুলসিপাতা ব্যবহার করবেন না৷ জল নিবেদনের জন্য সব সময় কাঁসা বা পিতলের পাত্র ব্যবহার করুন৷
শিবপুজোয় কেতকী ফুল ও তুলসিপাতা ব্যবহার করবেন না৷ জল নিবেদনের জন্য সব সময় কাঁসা বা পিতলের পাত্র ব্যবহার করুন৷

 

শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সাবুদানা, ফল, নুনবিহীন ভাজাভুজির মতো সাত্তিক আহার গ্রহণ করুন৷ আমিষ আহার এবং অন্ন গ্রহণ করবেন না৷
শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সাবুদানা, ফল, নুনবিহীন ভাজাভুজির মতো সাত্তিক আহার গ্রহণ করুন৷ আমিষ আহার এবং অন্ন গ্রহণ করবেন না৷

Bipattarini Puja Offerings: রাত পোহালেই শনিবার বিপত্তারিণী ব্রতপালন! কোন কোন ফল দেবেন দেবীর পুজোয়, জেনে নিন

শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই দু’টি দিনে পালিত হয় এই ব্রত ও পুজো৷
শনিবার পালিত হবে বিপত্তারিণী পুজো৷ আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথযাত্রার মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই দু’টি দিনে পালিত হয় এই ব্রত ও পুজো৷

 

বিপত্তারিণী দেবীর পুজোয় সব উপকরণ লাগে ১৩ টি করে৷ মনে করা হয় এই ব্রত পালন করলে সব বিপদ, বাধা, বিঘ্ন দূর হয়৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)
বিপত্তারিণী দেবীর পুজোয় সব উপকরণ লাগে ১৩ টি করে৷ মনে করা হয় এই ব্রত পালন করলে সব বিপদ, বাধা, বিঘ্ন দূর হয়৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)

 

কোন কোন ফল দেবী বিপত্তারিণীকে নিবেদন করবেন? জেনে নিন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল কী বলছেন৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)
কোন কোন ফল দেবী বিপত্তারিণীকে নিবেদন করবেন? জেনে নিন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল কী বলছেন৷ (ছবি-সোশ্যাল মিডিয়া)

 

এই সময়ে যে মরশুমি ফল পাওয়া যায় সেগুলি দিতে পারেন দেবী বিপত্তারিণীর পুজোয়৷ আম, জাম, কলা সাজিয়ে দিতে পারেন অর্ঘ্যে৷
এই সময়ে যে মরশুমি ফল পাওয়া যায় সেগুলি দিতে পারেন দেবী বিপত্তারিণীর পুজোয়৷ আম, জাম, কলা সাজিয়ে দিতে পারেন অর্ঘ্যে৷

 

পাশাপাশি দিতে পারেন কাঁঠাল, ডালিম, পেয়ারা এবং লিচু৷ বেছে নিতে পারেন পাকা পেঁপে, জামরুল এবং মুসাম্বি৷
পাশাপাশি দিতে পারেন কাঁঠাল, ডালিম, পেয়ারা এবং লিচু৷ বেছে নিতে পারেন পাকা পেঁপে, জামরুল এবং মুসাম্বি৷

 

সেইসঙ্গে পুজোর অর্ঘ্যে রাখতে পারেন বাতাবি লেবু, শশা, আঙুর এবং খেজুর৷ অর্থাৎ যে যে ফল পাওয়া যাবে, তার মধ্যে থেকে ১৩ রকম ফল বেছে নিয়ে সাজিয়ে তুলুন পুজোর অর্ঘ্য৷
সেইসঙ্গে পুজোর অর্ঘ্যে রাখতে পারেন বাতাবি লেবু, শশা, আঙুর এবং খেজুর৷ অর্থাৎ যে যে ফল পাওয়া যাবে, তার মধ্যে থেকে ১৩ রকম ফল বেছে নিয়ে সাজিয়ে তুলুন পুজোর অর্ঘ্য৷

Siddheshwari Devi Puja: রাজা কৃষ্ণচন্দ্রের আমলে শুরু, এখনও সাড়ম্বরে পূজিত জাগ্রত সিদ্ধেশ্বরীদেবী

নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে নদিয়ার শান্তিপুরের আলুই পাড়া গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়ে আসছে।
নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে নদিয়ার শান্তিপুরের আলুই পাড়া গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়ে আসছে।
জনশ্রুতি অনুযায়ী আনুমানিক প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের পূজো হয় নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুইপাড়া গ্রামে, যা হয়তো অনেকেরই অজানা।
জনশ্রুতি অনুযায়ী আনুমানিক প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের পূজো হয় নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুইপাড়া গ্রামে, যা হয়তো অনেকেরই অজানা।
রীতি অনুযায়ী জৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আজও এখানে মায়ের পুজো শুরু হয় এই সকাল থেকে। দূর দুরান্ত থেকে বহু ভক্তবৃন্দ তাদের মানত করা পশুরুপী ছাগ নিয়ে আসেন বলি দিতে, এ বছরে সংখ্যায় তা প্রায় ৫০ টিরও বেশি বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।
রীতি অনুযায়ী জৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আজও এখানে মায়ের পুজো শুরু হয় এই সকাল থেকে। দূর দুরান্ত থেকে বহু ভক্তবৃন্দ তাদের মানত করা পশুরুপী ছাগ নিয়ে আসেন বলি দিতে, এ বছরে সংখ্যায় তা প্রায় ৫০ টিরও বেশি বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।
এই চত্বরে অন্য কোনও মূর্তি পুজো চলে না লক্ষ্মী হোক বা দুর্গা সবই সিদ্ধেশ্বরী মাকে কল্পনা করে পুজো করা হয় মন্দিরে।
এই চত্বরে অন্য কোনও মূর্তি পুজো চলে না লক্ষ্মী হোক বা দুর্গা সবই সিদ্ধেশ্বরী মাকে কল্পনা করে পুজো করা হয় মন্দিরে।
এলাকা সূত্রে জানা যায় অতীতে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের অনুদানে চলত এই মায়ের পুজো, সে সময় ওই গ্রামে ব্রাহ্মণ না থাকার কারণে শহর থেকে এক চক্রবর্তী পরিবারকে ওখানে বসিয়ে তাকে বেশ কিছু সম্পত্তি দিয়ে মন্দিরের দায়িত্ব দেওয়া হয় যা ওই ব্রাহ্মণ পরিবারের বর্তমান প্রজন্ম নিত্য পুজো সহ আজও ভক্তি ভরে পালন করে আসছেন।
এলাকা সূত্রে জানা যায় অতীতে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের অনুদানে চলত এই মায়ের পুজো, সে সময় ওই গ্রামে ব্রাহ্মণ না থাকার কারণে শহর থেকে এক চক্রবর্তী পরিবারকে ওখানে বসিয়ে তাকে বেশ কিছু সম্পত্তি দিয়ে মন্দিরের দায়িত্ব দেওয়া হয় যা ওই ব্রাহ্মণ পরিবারের বর্তমান প্রজন্ম নিত্য পুজো সহ আজও ভক্তি ভরে পালন করে আসছেন।
তবে পুজোর দিন সকাল থেকেই নদিয়ার বিভিন্ন প্রান্ত এমনকি জলপথ পেরিয়ে হুগলি বর্ধমান থেকেও ভক্তবৃন্দরা সকাল সকাল এসে পৌঁছেছেন পুজো দেওয়ার জন্য।
তবে পুজোর দিন সকাল থেকেই নদিয়ার বিভিন্ন প্রান্ত এমনকি জলপথ পেরিয়ে হুগলি বর্ধমান থেকেও ভক্তবৃন্দরা সকাল সকাল এসে পৌঁছেছেন পুজো দেওয়ার জন্য।