ব্যস্ত সড়কে একদল মানুষ পথ আটকাচ্ছে যে কারণে

Howrah News: পথচারী থেকে চালক… ছুটির দিনেই সবার পথ আটকান এঁরা, চাঁদা নয়, কারণ জানলে অবাক হবেন

হাওড়া: পথচলতি মানুষের রাস্তা আটকানো হচ্ছে। রবিবার ছুটির মেজাজে সবাই। সেই সময় এমন ঘটনার সম্মুখীন। ব্যস্ত সড়কে পথ আটকান, এমন দৃশ্য দেখে মাঝ রাস্তায় থমকে পড়ছে অনেকে। পথিক ও চালকদের অনেকেই মনে করেন হয়ত চাঁদার জুলুমবাজি। না চাঁদা বা অন্য কোনও বিষয় নয়। মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে রাস্তা আটকে। যাতে পরিবেশ সুস্থ থাকে। সেই উদ্দেশ্য নিয়েই পথচলতি মানুষ, সাইকেল বাইকে আরোহী. টোটো অটো বিভিন্ন যানবাহনের চালকদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে। এই বর্ষায় প্রায় এক লক্ষ গাছ লাগানোর অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন: সস্তা শাকে মস্ত উপকার! নির্বংশ হবে জটিল রোগ, ‘এই’ শাকের পরোটার রেসিপি জেনে নিন

আম, জাম, পেয়ারা, নিম, আকাশমনি, শিশু, শাল, সেগুন, মেহগনি, চন্দন-সহ নানা গাছ। রবিবার ছুটির দিন হলেই জেলার বিভিন্ন প্রান্তে গাছ নিয়ে হাজির হচ্ছেন হরেন বাবুরা। কখনও সাঁকরাইল, কখনও ধুলাগড়, গঙ্গাধরপুর, রানিহাটি, আবার কখনও পার্শ্ববর্তী জেলায়। সংগঠন বা সাধারণ মানুষের হাতে গাছ দিয়েই ছাড় নেই। কোথায় সেই গাছ বসাচ্ছেন, গাছ লাগিয়ে তার ছবি পাঠানো, গাছ বাঁচিয়ে রাখতে নানা পরিকল্পনা, গাছের ভবিষ্যৎ নিশ্চিত করে তবেই মানুষের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে।

পরিবেশে গাছের প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি গাছ বড় করে অর্থনৈতিক লাভবান হওয়ারও পথ দেখাচ্ছেন তাঁরা। এতে মানুষ ভীষণভাবে উৎসাহিত।

এ প্রসঙ্গে উদ্যোক্তা হরেন পাত্র বলেন, ”মানুষকে গাছ বসানোর প্রয়োজনীয়তার পাশাপাশি ব্যক্তিগত লাভের মুখ দেখাতে হবে। তবেই বেশি করে মানুষ এই দিকে আগ্রহ দেখাবে। আমরা মানুষের কাছে যাচ্ছি। সকলকেই আমরা গাছ পোঁতার আবেদন জানাচ্ছি। কাউকে জোর নয়, আবার কেউ গাছ নিয়ে বসাবে না, এমন কাউকে গাছ দিচ্ছি না। প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত, মানুষের আগ্রহ বেশ ভালই রয়েছে গাছ বসাতে। আগামী চার সপ্তাহের মধ্যে এই মরশুমে ১ লক্ষ গাছ আমরা প্রকৃত গাছ প্রেমী মানুষের হাতে তুলে দিতে পারব। মানুষের কাছে পৌঁছে, পরিবেশ রক্ষায় গাছ বসাতে এমন উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

রাকেশ মাইতি