গোলাপজাম 

Health Tips: এই গাছের পাতা ভুলেও ফেলবেন না, ব্লাড-সুগারের যম, লিভারের যে-কোন-ও অসুখ সারায় ঝটপট

গোলাপজাম তো খেয়েছেন? কিন্তু জানেন কি গাছেরও নাম রয়েছে গোলাপজাম। এই গাছের গুরুত্ব জানলে অবাক হবেন।
গোলাপজাম তো খেয়েছেন? কিন্তু জানেন কি গাছেরও নাম রয়েছে গোলাপজাম। এই গাছের গুরুত্ব জানলে অবাক হবেন।
যকৃতের সমস্যা থেকে পেটের নানা সমস্যার সমাধানে অব্যর্থ ওষুধ এই গাছের ছাল, পাতা, ফল।
যকৃতের সমস্যা থেকে পেটের নানা সমস্যার সমাধানে অব্যর্থ ওষুধ এই গাছের ছাল, পাতা, ফল।
বিশেষজ্ঞরা মনে করেন, গোলাপজাম গাছের পাতার রস খেলে ডায়রিয়া সেরে যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, গোলাপজাম গাছের পাতার রস খেলে ডায়রিয়া সেরে যায়।
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, গোলাপজাম ফল ব্যবহার করলে যকৃতের সমস্যা থেকে মুক্তি মেলে। শুধু তাই না, চোখের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ এই পাতা।
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, গোলাপজাম ফল ব্যবহার করলে যকৃতের সমস্যা থেকে মুক্তি মেলে। শুধু তাই না, চোখের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ এই পাতা।
গোলাপজাম গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের জন্য উপকারী।
গোলাপজাম গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের জন্য উপকারী।
টক মিষ্টি স্বাদের এই ফলে প্রচুর ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন বি১, বি২, ক্যারোটিন এবং ক্যালসিয়াম। একটি গোলাপজামে প্রায় ৪০ কিলো ক্যালরি খাদ্যশক্তি থাকে।
টক মিষ্টি স্বাদের এই ফলে প্রচুর ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন বি১, বি২, ক্যারোটিন এবং ক্যালসিয়াম। একটি গোলাপজামে প্রায় ৪০ কিলো ক্যালরি খাদ্যশক্তি থাকে। তাই ব্যবহার করতেই পারেন এই ফল।