প্রতীকী ছবি

Dengue Death: ডেঙ্গির শিকার শিশু, এই মরসুমে রাজ্যে প্রথম মৃত্যু! কোথায় জানেন?

শিলিগুড়ি: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সাড়ে ৯ বছরের শিশুকন্যার! শহরে ডেঙ্গিতে প্রথম মৃত্যু। শিলিগুড়ির ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিল শিশুটি। শনিবার ভর্তি করা হয় শহরের একটি বেসরকারী হাসপাতালে।

সেখানেই ওর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। যদিও জেলা স্বাস্থ্য দফতর এবং পুরসভা এখনও স্বীকার করেনি। অন্যদিকে, শিশুটির মা জানান, এলাকা যেন নিয়মিত পরিষ্কার করা হয়। ড্রেনগুলিও আবর্জনায় ঠাসা। যা ডেঙ্গি মশার আঁতুরঘর।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! হতে পারে ঝড়ও, আবহাওয়ার বড় খবর

পরিবারের দাবি, ওষুধ জ্বরের ওষুধ চলছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। তার আগে ডেঙ্গি এনএস-১ পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে।

আরও পড়ুন: ‘আমার ছেলে গাছ নয়’, ঐশ্বর্য-অভিষেকের বিয়ের পর অমিতাভকে কেন বলতে হয়েছিল এমন? জানলে শিউরে উঠবেন

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, ভর্তির সময় শিশুটির রক্তে প্লেটলেট নেমে গিয়েছিল ১০ হাজারের নীচে। প্লেটলেট দেওয়া হয়। সোমবার মারা যায় শিশুটি। ডেঙ্গিতে বাচ্চাটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শহরে এ বছর ডেঙ্গিতে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

পার্থপ্রতিম সরকার