New income tax slab: বার্ষিক কত আয়ে কত টাকা আয়কর? নতুন না পুরনো কাঠামো, কোন করদাতারা পাবেন সুবিধে

নয়াদিল্লি: করদাতাদের জন্য বড় কোনও সুখবর দিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ শুধুমাত্র নতুন কর কাঠামোয় সামান্য বার্ষিক আয়ের ক্ষেত্রে সামান্য কিছু ছাড় দিয়ে মধ্যবিত্ত করদাতাদের কিছুটা সুবিধা দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে তিনি দাবি করেছেন, নতুন কর কাঠামোয় আয়করের নতুন হারে এবার থেকে একজন চাকরিজীবীর বছরে ১৭.৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় এতদিন ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হত না৷ এবারেও সেই স্তর অপরিবর্তিত রয়েছে৷

আরও পড়ুন: বিরাট সুযোগ…! ইন্টার্নশিপে উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী… ‘বড়’ ঘোষণা অর্থমন্ত্রীর

এতদিন বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর দিতে হত৷ এবার থেকে বার্ষিক আয় ৩ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে ৫ শতাংশ আয়কর৷

৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হত৷ বার্ষিক আয়ের সীমা ৭ থেকে ১০ লক্ষ টাকা হলেও এবার থেকে ১০ শতাংশ আয়করই দিতে হবে৷

বার্ষিক আয় ৯ থেকে ১২ লক্ষ টাকার পরিবর্তে এবার থেকে বাৎসরিক ১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ আয়কর৷ ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের উপরে আগের মতোই ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে৷

তবে পুরনো কর কাঠামোয় যাঁরা আয়কর দেন, তাঁদের জন্য কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল সব করদাতাকে নতুন কর কাঠামোর আওতায় নিয়ে আসা৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল৷ পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডা ডিডাকশন ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হল