বাজেটে চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা Courtesy -PTI

Nirmala Sitharaman budget: ২০২৪ সালের বাজেটে মধ্যবিত্তের কী সুবিধা হল?

আয়করদাতাদের জন্য বড় কোনও সুখবর দিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ শুধুমাত্র নতুন কর কাঠামোয় সামান্য বার্ষিক আয়ের ক্ষেত্রে সামান্য কিছু ছাড় দিয়ে মধ্যবিত্ত করদাতাদের কিছুটা সুবিধা দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে তিনি দাবি করেছেন, নতুন কর কাঠামোয় আয়করের নতুন হারে এবার থেকে একজন চাকরিজীবীর বছরে ১৭.৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় এতদিন ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হত না৷ এবারেও সেই স্তর অপরিবর্তিত রয়েছে৷

এতদিন বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর দিতে হত৷ এবার থেকে বার্ষিক আয় ৩ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে ৫ শতাংশ আয়কর৷