Darjeeling Toy Train: পাহাড়ে বন্ধ টয়ট্রেন, এ কী হল! বিরাট ক্ষতির মুখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

ফের একবার বড়োসড়ো ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। গত মাসের মাঝামাঝি সময় থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা নিয়ে দোলাচল চলছে। মাঝে একবার বিভিন্ন জায়গায় লাইনে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ধস সরিয়ে ট্রেন চালু করতেই টানা বৃষ্টির জন্য পাগলাঝোড়ার কাছে বড় ধরনের ধস নামে। রাস্তার একাংশ ধ্বসে যায়। যে কারণে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। সেই থেকে বন্ধ হয়ে রয়েছে দার্জিলিং পরিষেবা। রেল সূত্রে খবর আগামী ৩১  জুলাই পর্যন্ত বাতিল করা দেয়া হয়েছে টয়ট্রেন।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গত বছরের তূলনায় একদিকে যেমন আয় কমেছে, পাশাপাশি কমেছে যাত্রী সংখ্যাও। আর এতেই চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।