Tag Archives: darjeeling himalayan railways

Darjeeling Toy Train: পাহাড়ে বন্ধ টয়ট্রেন, এ কী হল! বিরাট ক্ষতির মুখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

ফের একবার বড়োসড়ো ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। গত মাসের মাঝামাঝি সময় থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা নিয়ে দোলাচল চলছে। মাঝে একবার বিভিন্ন জায়গায় লাইনে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ধস সরিয়ে ট্রেন চালু করতেই টানা বৃষ্টির জন্য পাগলাঝোড়ার কাছে বড় ধরনের ধস নামে। রাস্তার একাংশ ধ্বসে যায়। যে কারণে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। সেই থেকে বন্ধ হয়ে রয়েছে দার্জিলিং পরিষেবা। রেল সূত্রে খবর আগামী ৩১  জুলাই পর্যন্ত বাতিল করা দেয়া হয়েছে টয়ট্রেন।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গত বছরের তূলনায় একদিকে যেমন আয় কমেছে, পাশাপাশি কমেছে যাত্রী সংখ্যাও। আর এতেই চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।

Darjeeling Himalayan Railway: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পরিদর্শন করলেন রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন ও চিফ এগজিকিউটিভ অফিসার জয়া বর্মা সিনহা

দার্জিলিং : রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন ও চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) শ্রীমতি জয়া বর্মা সিনহা পরিদর্শন করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) । এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এবং প্রিন্সিপাল হেড অব ডিপার্টমেন্ট ও কাটিহারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। তিনি ১০৯ বছর পুরনো তিনধরিয়া ওয়ার্কশপ পরিদর্শন করেন এবং এই ঐতিহ্যবাহী স্থানের সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনধরিয়া ওয়ার্কশপটি ১৯১৫ সালে স্থাপন করা হয়েছিল এবং ভারতীয় রেলওয়ের এটিই একমাত্র ওয়ার্কশপ, যেখানে স্টিম ইঞ্জিন ও ন্যারোগেজের কাঠের কোচের রক্ষণাবেক্ষণ করা হয়। এছাড়াও তিনি ১০০ বছরের পুরনো স্টিম ইঞ্জিন লোকো ৮০২ বি পরিদর্শন করেন, যা এখনও ডিএইচআর-এ চলাচল করছে। দার্জিলিং যাওয়ার পথে তিনি বিভিন্ন ‘জেড’ রিভার্স ও লুপ পরিদর্শনও করেন। পরে তিনি তৎকালীন ‘অসম রেল লিংক প্রজেক্ট’-এর মুখ্য কার্যালয় তথা ডিএইচআর-এর মুখ্য কার্যালয় এলিসিয়া প্যালেস পরিদর্শন করেন। সেখানে তিনি মিনি মিউজিয়াম ও ডিএইচআর কার্যালয় পরিদর্শন করেন। পরে, ডিএইচআর-এর আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে তিনি ওই অঞ্চলে রেলওয়ের কাজের সমস্ত দিকের কর্মক্ষমতার পর্যালোচনা করেন।

আরও পড়ুন : এক পায়ে সিকিমের রেনকের শিখরে কলকাতার উদয়, বিশ্বরেকর্ড গড়লেন বাংলার ছেলে

রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন ও সিইও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রুটের একটি গুরুত্বপূর্ণ স্টপেজ কার্শিয়াং স্টেশনও পরিদর্শন করেন, যা ডিএইচআর-এর জন্য গুরুত্বপূর্ণ একটি কার্যকর ও প্রশাসনিক কেন্দ্র। তিনি ঘুম মিউজিয়াম ও স্টেশন পরিদর্শন করেন, যা ভারতের মধ্যে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। পরে তিনি দার্জিলিং স্টেশন পরিদর্শন করেন এবং নতুন করে সাজিয়ে তোলা ঐতিহ্যবাহী টার্ন টেবিল পরিদর্শন করেন। তিনি কার্শিয়াং, ঘুম ও দার্জিলিং স্টেশনের সমস্ত যাত্রী সুযোগসুবিধা খতিয়ে দেখেন।

রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন ও চিফ এগজিকিউটিভ অফিসার শ্রীমতি জয়া বার্মা সিনহার এই পরিদর্শনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটির সামগ্রিক উন্নয়ন ও সংরক্ষণের উপর মনোযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।