Tag Archives: Toy Train

Durga Puja 2024: টয়ট্রেনে বিসর্জন, নাটমন্দির এখন অতীত! শিলিগুড়ির মিত্র সম্মিলনীর পুজোয় এবার থিমের ছোঁয়া!

শিলিগুড়ি: টয়ট্রেনে প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে পুজোর দিনগুলোতে নাট মন্দিরে নাটকের আসর—বহু গল্প-গাথার সাক্ষী শিলিগুড়ির অন্যতম প্রাচীন পুজো মিত্র সম্মিলনী। বর্তমান সময়ে এই পুজোয় কোনও আড়ম্বর না থাকলেও তার সাবেকিয়ানা আজও মানুষের মন কাড়ে। তবে এবার এই পুজো আর পাঁচটা বারোয়ারী পুজোর সঙ্গে টেক্কা দিতে নামতে চলেছে থিমের লড়াইয়ে। কালীঘাটের পট শিল্পের আদলে সেজে উঠতে চলেছে মন্ডপ।

আরও পড়ুন- আমাদের জাতীয় মিষ্টি কী বলুন তো? রসগোল্লা নয় কিন্তু…

২০২৬ সালে মিত্র সম্মিলনীর পুজো ১০০তে পা দেবে। পুজোর শুরুটা হয়েছিল শহরের গুটিকয়েক নাটক পাগল মানুষের হাত ধরে। একটা একটা করে বছর গাড়িয়ে সেই পুজো আজ ৯৮-এ পা দিয়েছে। মিত্র সম্মিলনীর সদস্যরা জানান, প্রতি বছরই নিয়ম মেনে রথের দিন কাঠামো পুজো হয়।

এর পর নাট মন্দিরেই প্রতিমা গড়ার কাজে মন দেন শিল্পীরা। শুরুর দিনের নিয়ম মেনেই আজও হয় উমার আরাধনা। প্রতিমায় রয়েছে সেই সাবেকিয়ানার ছোঁয়া। তবে, এই প্রথম মিত্র সম্মিলনীর পুজোয় ছোঁয়া লাগতে চলেছে আধুনিকতার। নাট মন্দিরের ভেতরেই তৈরি হচ্ছে প্যান্ডেল৷ আর পাঁচটা বিগ বাজেটের পুজোর সঙ্গে টেক্কা দিতে এবার থিমের পুজো হবে মিত্র সম্মিলনীতে। মন্ডপ সজ্জায় থিমের ছোঁয়া থাকলেও প্রতিমায় থাকবে সেই সাবেকিয়ানার ছোঁয়াই।

আরও পড়ুন- ‘পুজোয় শপিং ফেস্টিভ্যাল করুন’ রাজ্যের অর্থনীতিকে সচল রাখার বার্তা মমতার!

পুজো উদ্যোক্তাদের কথায়, দেবীর বোধন থেকে শুরু করে সিঁদুর খেলা সবতেই মিত্র সম্মিলনী এগিয়ে। তবে হারিয়ে গিয়েছে, অতীতের সেই রাতভর নাটকের আয়োজন। বর্তমান সময়ে অবশ্য বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে নাটকের আয়োজন হয়ে থাকে।

শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বিগ বাজেটের পুজোর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এর মাঝে মিত্র সম্মেলনের দুর্গাপুজো এক আলাদা ঐতিহ্য বহন করে। পুজোর কয়েকটা দিন দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এ বছর মন্ডপ সজ্জায় চমক রয়েছে। উদ্যোক্তারা আশাবাদী যে এ বছর আরও ভিড় বাড়বে তাঁদের পুজোয়।

অনির্বাণ রায়

Darjeeling Toy Train: পুজোয় দার্জিলিং উঠুন টয়ট্রেনে চড়ে, কত টাকায় টিকিট বুকিং শুরু? জানুন বিস্তারিত

*বর্তমানে পরিষেবা বন্ধ থাকলেও ইতিমধ্যেই টয়ট্রেনের পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। ডিএইচআর কর্তাদের দাবি, এখন যা পরিস্থিতি তাতে এবারও পুরোনো রেকর্ড ছাপিয়ে যাবে। ইতিমধ্যেই পুজোর চারদিনের টিকিটের প্রায় ৮৫ শতাংশ বুকিং শেষ।
*বর্তমানে পরিষেবা বন্ধ থাকলেও ইতিমধ্যেই টয়ট্রেনের পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। ডিএইচআর কর্তাদের দাবি, এখন যা পরিস্থিতি তাতে এবারও পুরোনো রেকর্ড ছাপিয়ে যাবে। ইতিমধ্যেই পুজোর চারদিনের টিকিটের প্রায় ৮৫ শতাংশ বুকিং শেষ।
*ডিএইচআর-এর ডিরেক্টর অরবিন্দকুমার মিশ্রর বক্তব্য, 'প্রতিবছর পুজোর সময় ভালো চাহিদা থাকে। এবছরও ব্যতিক্রম হয়নি। এখন অনলাইনে টিকিট বুকিং চলছে।'
*ডিএইচআর-এর ডিরেক্টর অরবিন্দকুমার মিশ্রর বক্তব্য, ‘প্রতিবছর পুজোর সময় ভালো চাহিদা থাকে। এবছরও ব্যতিক্রম হয়নি। এখন অনলাইনে টিকিট বুকিং চলছে।’
*পাগলাঝোরার কাছে জাতীয় সড়কে ধসের কারণে টয়ট্রেনের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে প্রায় দেড় মাস ধরে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ। তাই তাড়াতাড়ি মেরামত শেষ করে এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা পুনরায় চালু করাই রেলের একমাত্র লক্ষ্য।
*পাগলাঝোরার কাছে জাতীয় সড়কে ধসের কারণে টয়ট্রেনের লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে প্রায় দেড় মাস ধরে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ। তাই তাড়াতাড়ি মেরামত শেষ করে এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা পুনরায় চালু করাই রেলের একমাত্র লক্ষ্য।
*দেশ-বিদেশ থেকে অনলাইনে পুজোর বুকিং করা হচ্ছে। গত দু’বছর ধরে পুজোর সময় টয়ট্রেনের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার পড়ে যায়। মাসখানেক আগেই সমস্ত টিকিট বুকিং শেষে ওয়েটিং লিস্ট লম্বা হতে থাকে। এবারও পরিস্থিতিতে সেদিকে এগোচ্ছে, জানালেন কর্তারা।
*দেশ-বিদেশ থেকে অনলাইনে পুজোর বুকিং করা হচ্ছে। গত দু’বছর ধরে পুজোর সময় টয়ট্রেনের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার পড়ে যায়। মাসখানেক আগেই সমস্ত টিকিট বুকিং শেষে ওয়েটিং লিস্ট লম্বা হতে থাকে। এবারও পরিস্থিতিতে সেদিকে এগোচ্ছে, জানালেন কর্তারা।
*খুব বেশি চাহিদা থাকলে এনজেপি থেকে দার্জিলিং রুটে যাতে আরও একটি ট্রেন চালানো যায়, সে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দার্জিলিং থেকে ঘুম রুটে বাড়তি জয়রাইড চালানোরও চিন্তাভাবনা করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
*খুব বেশি চাহিদা থাকলে এনজেপি থেকে দার্জিলিং রুটে যাতে আরও একটি ট্রেন চালানো যায়, সে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দার্জিলিং থেকে ঘুম রুটে বাড়তি জয়রাইড চালানোরও চিন্তাভাবনা করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

Darjeeling News: পাহাড়ি মোমো খেতে খেতে আপনার সামনে এসে দাঁড়াবে টয় ট্রেন! কারণ জানলে চমকে যাবেন

দার্জিলিং: পর্যটকদের কাছে পাহাড় মানেই এক শান্তির জায়গা এবং পাহাড় মানেই সুস্বাদু মোমো। পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সব সময়ই খাওয়ারের কথা আসলেই পছন্দের তালিকায় থাকে মোমো। সেই অর্থে পাহাড় যাব আর মোমো খাব না তা আবার হয় নাকি।এবার সেই পাহাড়ের কোলে বসে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে সুস্বাদু মোমো খেতে হলে আপনাকে আসতেই হবে দার্জিলিং-এর বুকে অন্যতম এক জনপ্রিয় জায়গা রংটং- এ।

এখানে আসলে মোমো খেতে খেতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, হঠাৎ করেই আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়বে, ঐতিহ্যবাহী টয় ট্রেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ প্রতিনিয়ত এই রংটং-এর রাস্তা হয়েই শিলিগুড়ির এনজিপি থেকে দার্জিলিং ছুটে চলে টয় ট্রেন সেই অর্থেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এক অন্যতম নিদর্শন হল রংটং স্টেশন, আর সেই স্টেশনের ধারেই গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট মোমোর দোকান।

আরও পড়ুন-      বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

সেই অর্থেই এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, একদম স্টেশনের প্ল্যাটফর্মের পাশে বসে মোমো খেতে খেতে প্রকৃতির মাঝে এই টয়ট্রেনের আনন্দ উপভোগ করতে প্রতিনিয়ত এখানে ছুটে আসে পর্যটকেরা। এখানে আসলে নিমেষেই আপনার মন ভালহয়ে যাবে।

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

তাহলে আর দেরি কিসের আপনিও যদি মোমো প্রেমী হয়ে থাকেন, তাহলে পাহাড়, মোমো এবং ঐতিহ্যবাহী টয় ট্রেন এই তিনটি জিনিসের কম্বো প্যাকেজ আপনি পেয়ে যাবেন দার্জিলিং-এর বুকে অতি পরিচিত সকলের পছন্দের জায়গা রংটং এ। তাই আর দেরি না করে ছুটির দিনে বা উইকেন্ডে নিজের পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে মোমো খেতে খেতে পাহাড়কে উপভোগ করতে চলে আসুন রংটং-এর এই ঐতিহ্যবাহী জায়গায়।

সুজয় ঘোষ

Toy Train: যাত্রী হচ্ছে না টয়ট্রেনে! লোকসান সামলাতে রুট বদলের চিন্তা রেল দফতরের

শিলিগুড়ি: পর্যটকদের কাছে আকর্ষণীয় দার্জিলিং পাহাড়ের টয় ট্রেন ও ডুয়ার্সের ভিস্তাডোম। কিন্তু দুটোই লাভজনক হচ্ছে না রেলের। একটি ক্ষেত্রে বাধা প্রকৃতি। অন্যটির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে অবাস্তব সময়৷ যার জেরে চিন্তায় উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা।

২০২৩ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএইচআরের আয় হয়েছিল ১৩ কোটি ৪৬ লক্ষ টাকা ৷ পাশাপাশি যাত্রী চড়েছিল ১ লক্ষ ১১ হাজার ৫৪১ জন ৷ কিন্তু চলতি বছরে ওই ছয় মাসেই আয় কমে হয়েছে ১২ কোটি ৬৬ লক্ষ টাকা ৷ যাত্রী চড়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮৪৮ জন। তাতে প্রায় ৮০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে ডিএইচআরের। পাশাপাশি যাত্রী কমেছে অন্ততপক্ষে ৬ হাজার ৬০০ জন ৷

এই বছরের শুরুতেই কার্শিয়াংয়ের মহানদী, তিনধারিয়ার একাধিক জায়গায় ধসের কারণে টানা প্রায় বেশ কিছুদিন নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াংয়ের তিনধারিয়া ও দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয় ৷ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণেও ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

২০২১ সালের ২৬ আগস্ট থেকে ডুয়ার্সে ভিস্তাডোম কোচ যাত্রা শুরু করে। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত প্রথমে সপ্তাহে তিন দিন এই ট্রেন চলত। পরে ওই বছরই ২২ নভেম্বর থেকে এই ট্রেন সপ্তাহে সাত দিনই চালানোর সিদ্ধান্ত নেয় রেল।

মহানন্দা, গরুমারা, বক্সা, জলদাপাড়া বনাঞ্চলের মধ্য দিয়ে চলা এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন প্রথম প্রথম ভিড়ে ঠাসা থাকত। ট্রেনে বসে চা-বাগান ও বনাঞ্চল, বন্যপ্রাণী দেখার সুযোগ থাকে। এখন আর সেভাবে যাত্রী হচ্ছে না এই ট্রেনে। আর সেই কারণে এই ট্রেনের রুট বদলের ভাবনা ভাবছে রেল।

উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম অমরজিৎ গৌতম বলেন, “ভিস্তাডোমে আমরা বর্তমানে সেভাবে যাত্রী পাচ্ছি না। যে কারণে এই ট্রেনটিকে মালবাজার থেকে গরুমারা হয়ে চ্যাংড়াবান্ধা লাইনে চালানোর কথা ভাবা হচ্ছে। এখনও সিদ্ধান্ত কিছু হয়নি।”

এ দিকে রেলের অবাস্তব সময়সূচির কারণেই এই ট্রেন যাত্রী পাচ্ছে না বলে অভিযোগ পর্যটন ব্যবসায়ীদের। পর্যটন ব্যবসায়ীদের আরও অভিযোগ, ডুয়ার্স রুট বাদ দিয়ে এই ট্রেন চালালে আরও কম যাত্রী হবে।

প্রসঙ্গত ভিস্তাডোম কোচ সহ ট্যুরিস্ট স্পেশাল ট্রেন সকাল ৭টায় নিউ জল্পাইগুড়ি থেকে ছাড়ে। কলকাতা থেকে ট্রেনে আসা কোনও পর্যটকই ওই দিন এই ট্রেন ধরতে পারেন না। এই ট্রেন ধরতে হলে বাইরের পর্যটকদের একদিন শিলিগুড়িতে থাকতে হয় বলে অভিযোগ। সময় অদ্ভুত হওয়ায় এই সমস্যা।

Darjeeling Toy Train: পাহাড়ে বন্ধ টয়ট্রেন, এ কী হল! বিরাট ক্ষতির মুখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

ফের একবার বড়োসড়ো ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। গত মাসের মাঝামাঝি সময় থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা নিয়ে দোলাচল চলছে। মাঝে একবার বিভিন্ন জায়গায় লাইনে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ধস সরিয়ে ট্রেন চালু করতেই টানা বৃষ্টির জন্য পাগলাঝোড়ার কাছে বড় ধরনের ধস নামে। রাস্তার একাংশ ধ্বসে যায়। যে কারণে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। সেই থেকে বন্ধ হয়ে রয়েছে দার্জিলিং পরিষেবা। রেল সূত্রে খবর আগামী ৩১  জুলাই পর্যন্ত বাতিল করা দেয়া হয়েছে টয়ট্রেন।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গত বছরের তূলনায় একদিকে যেমন আয় কমেছে, পাশাপাশি কমেছে যাত্রী সংখ্যাও। আর এতেই চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।

Toy Train: ৩১ জুলাই পর্যন্ত পাহাড়ে বন্ধ টয়ট্রেন, এ কী হল! বিরাট ক্ষতির মুখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে

শিলিগুড়ি: ফের একবার বড়োসড়ো ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। গত মাসের মাঝামাঝি সময় থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা নিয়ে দোলাচল চলছে। মাঝে একবার বিভিন্ন জায়গায় লাইনে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ধস সরিয়ে ট্রেন চালু করতেই টানা বৃষ্টির জন্য পাগলাঝোড়ার কাছে বড় ধরনের ধস নামে। রাস্তার একাংশ ধ্বসে যায়। যে কারণে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। সেই থেকে বন্ধ হয়ে রয়েছে দার্জিলিং পরিষেবা। রেল সূত্রে খবর আগামী ৩১  জুলাই পর্যন্ত বাতিল করা দেয়া হয়েছে টয়ট্রেন।

উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় একদিকে যেমন আয় কমেছে, পাশাপাশি কমেছে যাত্রী সংখ্যাও। আর এতেই চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। ২০২৩ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএইচআরের আয় হয়েছিল ১৩ কোটি ৪৬ লক্ষ টাকা। পাশাপাশি যাত্রী চরেছিল ১ লক্ষ ১১ হাজার ৫৪১ জন। কিন্তু চলতি বছরে ওই ছয় মাসেই আয় কমে হয়েছে ১২ কোটি ৬৬ লক্ষ টাকা, যাত্রী চরেছে ১ লক্ষ ৪ হাজার ৮৪৮ জন। তাতে প্রায় ৮০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে ডিএইচআরের। পাশাপাশি যাত্রী কমেছে ৬ হাজার ৬০০ জনের বেশি।

এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “চলতি বছরে গত বারের তুলনায় আয় কম হয়েছে। কারণ এই বছর লোকসভা নির্বাচন ছিল। পাশাপাশি, সম্প্রতি ধসে টয়ট্রেনের লাইনে কিছু জায়গায় ক্ষতি হয়েছে। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ করা হচ্ছে।”

এমন অবস্থায় যাত্রী পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি রেখেছে পর্যটন সংস্থাগুলি। ব্যবসায়ীদের দাবিকে গুরুত্ব দিয়ে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর এসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা দেবাশিস মৈত্র বলেন, “গত বছর প্রথম ছয় মাসে ডিএইচআরের যা আয় হয়েছিল, এবার অন্তত ৮০ লক্ষ টাকা কম হয়েছে। তার কারণ হিসেবে পরিষেবা ব্যাঘাত হওয়াই অন্যতম কারণ। টানা বৃষ্টিতে পাহাড়ে ধস পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল। যে কারণে পর্যটকরা কম এসেছে। তবে সামনে পুজোর মরশুম। আমরা চাই রেল কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক করুক।”

Darjeeling Toy Train: পর্যটকদের জন্য খুবই খারাপ খবর! বন্ধ হয়ে গেল এনজেপি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা, ফের চলবে কবে?

*পর্যটকদের জন্য দুঃসংবাদ। দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ করল ডিএইচআর। আগামী ১১ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা।
*পর্যটকদের জন্য দুঃসংবাদ। দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ করল ডিএইচআর। আগামী ১১ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা।
*উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, আপাতত এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পাহাড়ে বৃষ্টি জেরে যখন-তখন ধস নামছে। আর তার জেরে বেশ কিছু জায়গায় লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।
*উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, আপাতত এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পাহাড়ে বৃষ্টি জেরে যখন-তখন ধস নামছে। আর তার জেরে বেশ কিছু জায়গায় লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।
*তবে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয়রাইড চালু থাকছে। কেউ এনজেপি থেকে দার্জিলিংয়ের টিকিট কাটতে গেলে তাদের এই সম্পর্কিত বিষয়ে জানিয়ে দিচ্ছে রেল। মূলত যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
*তবে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয়রাইড চালু থাকছে। কেউ এনজেপি থেকে দার্জিলিংয়ের টিকিট কাটতে গেলে তাদের এই সম্পর্কিত বিষয়ে জানিয়ে দিচ্ছে রেল। মূলত যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
*দিন-চারেক আগেই ভারী বৃষ্টিতে শুকনা থেকে কর্শিয়াং পর্যন্ত একাধিক এলাকায় ধস নামে। যার জেরে রংটং, তিনধারিয়া, পাগলাঝোরা, গয়াবাড়ি-সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দার্জিলিং পরিষেবা বন্ধ করে দিতে হয়।
*দিন-চারেক আগেই ভারী বৃষ্টিতে শুকনা থেকে কর্শিয়াং পর্যন্ত একাধিক এলাকায় ধস নামে। যার জেরে রংটং, তিনধারিয়া, পাগলাঝোরা, গয়াবাড়ি-সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়। যার জেরে ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দার্জিলিং পরিষেবা বন্ধ করে দিতে হয়।
*দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টয়ট্রেন। শিলিগুড়ি থেকে অনেক পর্যটক টয়ট্রেনে চেপেই প্রাকৃতির শোভা উপভোগ করতে করতে দার্জিলিং যান। তবে, আপাতত কয়েকটা দিন সেই পরিষেবা থেকে বঞ্চিত হবেন পর্যটকরা।
*দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টয়ট্রেন। শিলিগুড়ি থেকে অনেক পর্যটক টয়ট্রেনে চেপেই প্রাকৃতির শোভা উপভোগ করতে করতে দার্জিলিং যান। তবে, আপাতত কয়েকটা দিন সেই পরিষেবা থেকে বঞ্চিত হবেন পর্যটকরা।