Room Spray: মিষ্টি গন্ধের রুম স্প্রে! পয়সা দিয়ে বাজার থেকে কেন কিনবেন? এই দুটি জিনিসেই হবে, পাবেন মা লক্ষ্মীর কৃপা

আর ব্যবহার করতে হবে না রুম স্প্রে। ঘরে বসে শুধু করুন এই কাজ। সুগন্ধে ভরে করবে ঘর। সঙ্গে ঘর জুড়ে ছড়িয়ে পড়বে ইতিবাচকতা।
আর ব্যবহার করতে হবে না রুম স্প্রে। ঘরে বসে শুধু করুন এই কাজ। সুগন্ধে ভরে করবে ঘর। সঙ্গে ঘর জুড়ে ছড়িয়ে পড়বে ইতিবাচকতা।
জ্যোতিষবিদ পরান ঠাকুর বলছেন, বাজার থেকে রুম স্প্রে কিনে আনার বদলে, ঘরে বসে এই ছোট্ট কাজ করুন। তারফলে ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। একইসঙ্গে ঘরে থাকবে প্রচুর পজিটিভিটি।
জ্যোতিষবিদ পরান ঠাকুর বলছেন, বাজার থেকে রুম স্প্রে কিনে আনার বদলে, ঘরে বসে এই ছোট্ট কাজ করুন। তারফলে ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। একইসঙ্গে ঘরে থাকবে প্রচুর পজিটিভিটি।
তিনি জানিয়েছেন, এর জন্য আপনার প্রয়োজন পড়বে কর্পূর এবং গোলাপজল। গোলাপ জলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি সুগন্ধযুক্ত লিকুইড তৈরি করুন। এটি ভরে দিন একটি স্প্রে করার বোতলে।
তিনি জানিয়েছেন, এর জন্য আপনার প্রয়োজন পড়বে কর্পূর এবং গোলাপজল। গোলাপ জলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি সুগন্ধযুক্ত লিকুইড তৈরি করুন। এটি ভরে দিন একটি স্প্রে করার বোতলে।
তিনি জানিয়েছেন, এটি প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় ঘরের বিভিন্ন দিকে স্প্রে করুন। প্রয়োজনে অন্যান্য সময়ে স্প্রে করতে পারেন। এর ফলে গোলাপ জল এবং কর্পূরের মিশ্রনের সুগন্ধ তো আসবেই। একইসঙ্গে আরও লাভ আছে।
তিনি জানিয়েছেন, এটি প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় ঘরের বিভিন্ন দিকে স্প্রে করুন। প্রয়োজনে অন্যান্য সময়ে স্প্রে করতে পারেন। এর ফলে গোলাপ জল এবং কর্পূরের মিশ্রনের সুগন্ধ তো আসবেই। একইসঙ্গে আরও লাভ আছে।
তিনি বলছেন, কর্পূর আমাদের পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে দেয়। কর্পূরের গন্ধে বিভিন্ন রকম রোগ নিরাময় হয়। অন্যদিকে গোলাপজলের গন্ধ দেবী লক্ষীর ভীষণ প্রিয়। ফলে এই রুম স্প্রে ব্যবহার করলে সুগন্ধের সঙ্গে সঙ্গে ঘরে আসবে ইতিবাচক শক্তি।
তিনি বলছেন, কর্পূর আমাদের পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে দেয়। কর্পূরের গন্ধে বিভিন্ন রকম রোগ নিরাময় হয়। অন্যদিকে গোলাপজলের গন্ধ দেবী লক্ষ্মীর ভীষণ প্রিয়। ফলে এই রুম স্প্রে ব্যবহার করলে সুগন্ধের সঙ্গে সঙ্গে ঘরে আসবে ইতিবাচক শক্তি।