Tag Archives: puja interior 2024


Durga Puja 2024: Nail Care: ভাঙবে না এককণাও! সামান্য যত্নেই পুজোর আগে পাবেন চাঁপার কলির মতো আঙুলের সুন্দর লম্বা নখ

নখ আর্দ্র বা ময়শ্চারাইজড রাখা প্রয়োজন। কারণ নখ যত রুক্ষ এবং শুষ্ক হবে ততই ভঙ্গুর হবে। তাই হ্যান্ড লোশন নখে লাগিয়ে রাখা প্রয়োজন। নিয়মিত ভাবে নখে কোনও ক্রিম লাগানো দরকার। সুস্মিতা গোস্বামী
নখ আর্দ্র বা ময়শ্চারাইজড রাখা প্রয়োজন। কারণ নখ যত রুক্ষ এবং শুষ্ক হবে ততই ভঙ্গুর হবে। তাই হ্যান্ড লোশন নখে লাগিয়ে রাখা প্রয়োজন। নিয়মিত ভাবে নখে কোনও ক্রিম লাগানো দরকার।
সুস্মিতা গোস্বামী
লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এমনকি, নখের হলুদ দাগ সরিয়ে নখকে সুন্দর ও ঝকঝকে করে তুলতে এর জুড়ি মেলা ভার। প্রতিদিন এক টুকরো লেবুতে নারকেল তেল নিয়ে নখে ঘষলে সহজে নখ ভাঙবে না। সুস্মিতা গোস্বামী
লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এমনকি, নখের হলুদ দাগ সরিয়ে নখকে সুন্দর ও ঝকঝকে করে তুলতে এর জুড়ি মেলা ভার। প্রতিদিন এক টুকরো লেবুতে নারকেল তেল নিয়ে নখে ঘষলে সহজে নখ ভাঙবে না।
সুস্মিতা গোস্বামী
বয়স জনিত কারণ হোক বা অন্য কোন কারণ শরীরে যদি ক্যালশিয়াম, আয়রনের ঘাটতি থাকে তাহলে সেখান থেকেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই ভাল করে প্রোটিন সমৃদ্ধ খাওয়া দাওয়া করতে হবে। সুস্মিতা গোস্বামী
বয়স জনিত কারণ হোক বা অন্য কোন কারণ শরীরে যদি ক্যালশিয়াম, আয়রনের ঘাটতি থাকে তাহলে সেখান থেকেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই ভাল করে প্রোটিন সমৃদ্ধ খাওয়া দাওয়া করতে হবে।
সুস্মিতা গোস্বামী
কমলালেবুর রসে প্রচুর পরিমাণে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেন নখের বৃদ্ধি এবং নখ মজবুত করতে সাহায্য করে। কমলালেবুর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান নখে কোনও ধরনের সংক্রমণ হতে দেয় না। নখ রাখে পরিষ্কার এবং জীবাণুমুক্ত। সুস্মিতা গোস্বামী
কমলালেবুর রসে প্রচুর পরিমাণে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেন নখের বৃদ্ধি এবং নখ মজবুত করতে সাহায্য করে। কমলালেবুর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান নখে কোনও ধরনের সংক্রমণ হতে দেয় না। নখ রাখে পরিষ্কার এবং জীবাণুমুক্ত।
সুস্মিতা গোস্বামী
রাতে শুতে যাওয়ার আগে হাতে সামান্য পরিমাণে নারকেল তেল আঙুলে এবং নখে ভাল করে মেখে নিয়ে তারপর শুতে হবে। নিয়মিত এই নিয়ম মেনে চললেই পরিবর্তন চোখে পড়বে। সুস্মিতা গোস্বামী
রাতে শুতে যাওয়ার আগে হাতে সামান্য পরিমাণে নারকেল তেল আঙুলে এবং নখে ভাল করে মেখে নিয়ে তারপর শুতে হবে। নিয়মিত এই নিয়ম মেনে চললেই পরিবর্তন চোখে পড়বে।
সুস্মিতা গোস্বামী

Home Care: আয়না ঝাপসা? নাছোড়বান্দা দাগ? পুজোর আগে এই সহজ-ঘরোয়া উপায়ে বাড়ির সব আয়না করুন ঝকঝকে

 জলের বিন্দু শুকিয়ে গিয়ে হোক কিংবা টিপের আঠা লেগে হোক... আয়না ঝাপসা-নোংরা হবেই হবে। বিশেষ করে শৌচাগারে রাখা বেসিনের উপর আয়নাটি গরম জলের বাষ্পে আর-ও দ্রুত ঝাপসা হয়ে যায়। আয়না পরিষ্কার করতে অনেকেই দামি লিক্যুইড ব্যবহার করেন, কিন্তু তবুও আয়নার দাগ ওঠে না। কাজেই পুজোর আগে এই সহজ ঘরোয়া উপায়ে বাড়ির সব আয়না করে তুলুন ঝকঝকে
জলের বিন্দু শুকিয়ে গিয়ে হোক কিংবা টিপের আঠা লেগে হোক… আয়না ঝাপসা-নোংরা হবেই হবে। বিশেষ করে শৌচাগারে রাখা বেসিনের উপর আয়নাটি গরম জলের বাষ্পে আর-ও দ্রুত ঝাপসা হয়ে যায়। আয়না পরিষ্কার করতে অনেকেই দামি লিক্যুইড ব্যবহার করেন, কিন্তু তবুও আয়নার দাগ ওঠে না। কাজেই পুজোর আগে এই সহজ ঘরোয়া উপায়ে বাড়ির সব আয়না করে তুলুন ঝকঝকে।
বেকিং সোডা দিয়ে খুব সহজেই আয়নার দাগ দূর করা যায়। বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে আয়নায় ঘষতে হবে প্রথমে। পরে জলে ভেজানো তোয়ালে দিয়ে মুছলেই দূর হবে দাগ।
বেকিং সোডা দিয়ে খুব সহজেই আয়নার দাগ দূর করা যায়। বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে আয়নায় ঘষতে হবে প্রথমে। পরে জলে ভেজানো তোয়ালে দিয়ে মুছলেই দূর হবে দাগ।
সাধারণ জলের থেকে ডিস্টিল্ড ওয়াটারে আয়না বেশি পরিষ্কার হয়। একটি তোয়ালেতে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভাল করে মুছে নিলে আয়না হবে ঝকঝকে।
সাধারণ জলের থেকে ডিস্টিল্ড ওয়াটারে আয়না বেশি পরিষ্কার হয়। একটি তোয়ালেতে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভাল করে মুছে নিলে আয়না হবে ঝকঝকে।
একটি বোতলে এক কাপ ভিনিগারের সঙ্গে এক কাপ জল মিশিয়ে ভাল করে আয়নার উপর স্প্রে করুন। কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেললে আয়না হবে পরিষ্কার।
একটি বোতলে এক কাপ ভিনিগারের সঙ্গে এক কাপ জল মিশিয়ে ভাল করে আয়নার উপর স্প্রে করুন। কিছুক্ষণ পর ভেজানো তোয়ালে দিয়ে আয়না মুছে ফেললে আয়না হবে পরিষ্কার।
বাথরুমের আয়নায় শেভিং ফোম লাগিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন জলের সব দাগ উঠে যাবে। তবে বেশিক্ষণ আয়নার উপর ফোম লাগিয়ে রাখবেন না।
বাথরুমের আয়নায় শেভিং ফোম লাগিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন জলের সব দাগ উঠে যাবে। তবে বেশিক্ষণ আয়নার উপর ফোম লাগিয়ে রাখবেন না।
সবথেকে সস্তায় আপনার ঘরের আয়না পরিষ্কার করবে সংবাদপত্র। জলে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন, আয়না ঝকঝক করে উঠবে।
সবথেকে সস্তায় আপনার ঘরের আয়না পরিষ্কার করবে সংবাদপত্র। জলে ভেজানো সংবাদপত্র দিয়ে আয়না ঘষে নিন, আয়না ঝকঝক করে উঠবে।

Room Spray: মিষ্টি গন্ধের রুম স্প্রে! পয়সা দিয়ে বাজার থেকে কেন কিনবেন? এই দুটি জিনিসেই হবে, পাবেন মা লক্ষ্মীর কৃপা

আর ব্যবহার করতে হবে না রুম স্প্রে। ঘরে বসে শুধু করুন এই কাজ। সুগন্ধে ভরে করবে ঘর। সঙ্গে ঘর জুড়ে ছড়িয়ে পড়বে ইতিবাচকতা।
আর ব্যবহার করতে হবে না রুম স্প্রে। ঘরে বসে শুধু করুন এই কাজ। সুগন্ধে ভরে করবে ঘর। সঙ্গে ঘর জুড়ে ছড়িয়ে পড়বে ইতিবাচকতা।
জ্যোতিষবিদ পরান ঠাকুর বলছেন, বাজার থেকে রুম স্প্রে কিনে আনার বদলে, ঘরে বসে এই ছোট্ট কাজ করুন। তারফলে ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। একইসঙ্গে ঘরে থাকবে প্রচুর পজিটিভিটি।
জ্যোতিষবিদ পরান ঠাকুর বলছেন, বাজার থেকে রুম স্প্রে কিনে আনার বদলে, ঘরে বসে এই ছোট্ট কাজ করুন। তারফলে ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। একইসঙ্গে ঘরে থাকবে প্রচুর পজিটিভিটি।
তিনি জানিয়েছেন, এর জন্য আপনার প্রয়োজন পড়বে কর্পূর এবং গোলাপজল। গোলাপ জলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি সুগন্ধযুক্ত লিকুইড তৈরি করুন। এটি ভরে দিন একটি স্প্রে করার বোতলে।
তিনি জানিয়েছেন, এর জন্য আপনার প্রয়োজন পড়বে কর্পূর এবং গোলাপজল। গোলাপ জলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি সুগন্ধযুক্ত লিকুইড তৈরি করুন। এটি ভরে দিন একটি স্প্রে করার বোতলে।
তিনি জানিয়েছেন, এটি প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় ঘরের বিভিন্ন দিকে স্প্রে করুন। প্রয়োজনে অন্যান্য সময়ে স্প্রে করতে পারেন। এর ফলে গোলাপ জল এবং কর্পূরের মিশ্রনের সুগন্ধ তো আসবেই। একইসঙ্গে আরও লাভ আছে।
তিনি জানিয়েছেন, এটি প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় ঘরের বিভিন্ন দিকে স্প্রে করুন। প্রয়োজনে অন্যান্য সময়ে স্প্রে করতে পারেন। এর ফলে গোলাপ জল এবং কর্পূরের মিশ্রনের সুগন্ধ তো আসবেই। একইসঙ্গে আরও লাভ আছে।
তিনি বলছেন, কর্পূর আমাদের পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে দেয়। কর্পূরের গন্ধে বিভিন্ন রকম রোগ নিরাময় হয়। অন্যদিকে গোলাপজলের গন্ধ দেবী লক্ষীর ভীষণ প্রিয়। ফলে এই রুম স্প্রে ব্যবহার করলে সুগন্ধের সঙ্গে সঙ্গে ঘরে আসবে ইতিবাচক শক্তি।
তিনি বলছেন, কর্পূর আমাদের পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে দেয়। কর্পূরের গন্ধে বিভিন্ন রকম রোগ নিরাময় হয়। অন্যদিকে গোলাপজলের গন্ধ দেবী লক্ষ্মীর ভীষণ প্রিয়। ফলে এই রুম স্প্রে ব্যবহার করলে সুগন্ধের সঙ্গে সঙ্গে ঘরে আসবে ইতিবাচক শক্তি।

Cleaning Tips: আরশোলা, টিকটিকির উপদ্রব শেষ! ঘর মোছার জলে মেশান এই জিনিসগুলি, খরচ-খাটনি নেই

পুজোর আর ৯২ দিন। তার আগে বাড়িঘর পরিষ্কার শুরুর পালা। বাথরুম হোক বা রান্নাঘরের বেসিন, আরশোলার উপদ্রব থাকেই। ঘরেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। ঘর মোছার সময় জলে কয়েকটি জিনিস মেশালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
পুজোর আর ৯২ দিন। তার আগে বাড়িঘর পরিষ্কার শুরুর পালা। বাথরুম হোক বা রান্নাঘরের বেসিন, আরশোলার উপদ্রব থাকেই। ঘরেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। ঘর মোছার সময় জলে কয়েকটি জিনিস মেশালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
একটি কাপে ভিনিগার দিয়ে তাতে দু'থেকে তিন চামচ বেকিং সোডা দিন। তারপর সেটি ঘর মোছার জলে মিশিয়ে নিন।
একটি কাপে ভিনিগার দিয়ে তাতে দু’থেকে তিন চামচ বেকিং সোডা দিন। তারপর সেটি ঘর মোছার জলে মিশিয়ে নিন।
সেই জল দিয়ে ঘরের পরিষ্কার করার সঙ্গে পোকামাকড়ের পাশাপাশি আরশোলা এবং টিকটিকি থেকে মুক্তি পাবেন।
সেই জল দিয়ে ঘরের পরিষ্কার করার সঙ্গে পোকামাকড়ের পাশাপাশি আরশোলা এবং টিকটিকি থেকে মুক্তি পাবেন।
ঘর মোছার জলে চার থেকে পাঁচ চামচ নুন মিশিয়ে তাতে দুটি লেবুর রসমিশিয়ে নিন। এই দ্রবণটি মেঝের পাশাপাশি দেওয়াল এবং আসবাবপত্র ইত্যাদি মুছতে পারেন। এতে শুধু ঘরই ঝকঝকে হবে না, আরশোলা থেকেও রেহাই পাবেন।
ঘর মোছার জলে চার থেকে পাঁচ চামচ নুন মিশিয়ে তাতে দুটি লেবুর রসমিশিয়ে নিন। এই দ্রবণটি মেঝের পাশাপাশি দেওয়াল এবং আসবাবপত্র ইত্যাদি মুছতে পারেন। এতে শুধু ঘরই ঝকঝকে হবে না, আরশোলা থেকেও রেহাই পাবেন।
এক কাপ জলে পাঁচ থেকে ছ'টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান। এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।
এক কাপ জলে পাঁচ থেকে ছ’টি কর্পূর মিহি গুঁড়ো করে তাতে লবঙ্গের তেল মেশান। এবার এই দ্রবণটি ঘর মোছার জলে মিশিয়ে নিন। এর তীব্র গন্ধ আরশোলা, পোকামাকড় এবং টিকটিকিকেও দূরে রাখবে।