.

Bangla News: অসহায় সুকুমারের ‘কথা’ শুনলে আপনার কান্না পাবে, কী হবে এবার তাঁর? দেখুন

জন্ম থেকেই মূক ও বধির। মিলছে না সরকারি সহায়তা। অসহায় ভাবে দিন কাটছে এক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির। জন্ম থেকেই মূক ও বধির তিনি। পান না সরকারি ভাতাও। সংসার চালাতে নির্মাণ শ্রমিকের কাজ করেন। কিন্তু বর্তমানে শরীর সায় দিচ্ছে না। সংসারে হাঁড়ি চড়ছে না। ফলে অসহায় ভাবে দিন কাটছে তাঁর। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পারুলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার মণ্ডল। জন্মের পর থেকেই বিশেষ ভাবে সক্ষম। বর্তমান বয়স প্রায় পঞ্চাশ। তাঁর রয়েছে প্রতিবন্ধকতার শংসাপত্র। তারপরেও মিলছে না সরকারি সহায়তা।