Tag Archives: specially abled

Physical Assault of Specially Abled Lady: বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ! নির্যাতিতার মা দেখতে পেয়ে ধরলেন হাতেনাতে

অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: বিশেষভাবে সক্ষম তরুণীকে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানা এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম দিলীপ ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী গতকাল সন্ধ্যায় বাড়িতে একা ছিলেন। সেই সময় অভিযুক্ত দিলীপ তরুণীকে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে নির্যাতিতার মা ওই ব্যক্তিকে মেয়ের সঙ্গে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চাইলে সে পালানোর চেষ্টা করে। যদিও তাড়া করে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। তাকে উদ্ধার করে নিয়ে যায়। নির্যাতিতাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- তিরিশেই বয়সের ছাপ মুখে? এই ১ সবজি নিংড়ে নেবে বার্ধক্য! ঝকঝকে ত্বকে ফিরবে আত্মবিশ্বাস

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দিলীপের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।

Specially Abled Students: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য এগিয়ে এল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, হল এই ব্যবস্থা

উত্তর দিনাজপুর: ওরা আর পাঁচজন ছাত্র-ছাত্রীদের থেকে একেবারেই আলাদা। কারণ এদের মধ্যে কেউ চোখে দেখতে পান না, কেউবা আবার কানে শুনতে পান না । সদ্য স্কুল বা কলেজে ভর্তি হলেও বাকি আর পাঁচজন ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্লাস করতে তীব্র অনীহা। এই সকল পড়ুয়াদের জন্য এবার এগিয়ে এল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের কোন‌ও কিছু শিখতে বাকিদের থেকে একটু বেশি সময় দরকার হয়। তাই এই সমস্ত বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য প্রয়োজন বিশেষ পাঠদানের। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সেই বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা‌ই করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

আর‌ও পড়ুন: ভুতুড়ে কাণ্ড! হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে বাড়ির জিনিসপত্রে, সমাধানে ‘বিজ্ঞান’ও ফেল…

শুধু গতানুগতিক পাঠদানই নয়, এই বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তিও শেখানো হচ্ছে একেবারেই বিনামূল্যে। প্রায় এক বছর আগে এখানে শুরু হয়েছে এই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের নিয়ে পাঠদান কর্মসূচি। বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। প্রতি রবিবার করে এই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের নিয়ে ক্লাস করানো হচ্ছে। শুধু শিক্ষকরা নয়, এই ছেলে-মেয়েদের যত্ন সহকারে ক্লাস নেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ছাত্র-ছাত্রীও।

পিয়া গুপ্তা

Bangla News: অসহায় সুকুমারের ‘কথা’ শুনলে আপনার কান্না পাবে, কী হবে এবার তাঁর? দেখুন

জন্ম থেকেই মূক ও বধির। মিলছে না সরকারি সহায়তা। অসহায় ভাবে দিন কাটছে এক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির। জন্ম থেকেই মূক ও বধির তিনি। পান না সরকারি ভাতাও। সংসার চালাতে নির্মাণ শ্রমিকের কাজ করেন। কিন্তু বর্তমানে শরীর সায় দিচ্ছে না। সংসারে হাঁড়ি চড়ছে না। ফলে অসহায় ভাবে দিন কাটছে তাঁর। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পারুলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার মণ্ডল। জন্মের পর থেকেই বিশেষ ভাবে সক্ষম। বর্তমান বয়স প্রায় পঞ্চাশ। তাঁর রয়েছে প্রতিবন্ধকতার শংসাপত্র। তারপরেও মিলছে না সরকারি সহায়তা।

Bangla News: দু’মুঠো ভাতের আশা, মিলছে না সরকারি ভাতা! অসহায় সুকুমারের ‘কথা’ কেউ শুনছেন?

কোলাঘাট: জন্ম থেকেই মূক ও বধির। মিলছে না সরকারি সহায়তা। অসহায় ভাবে দিন কাটছে এক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির। জন্ম থেকেই মূক ও বধির তিনি। পান না সরকারি ভাতাও। সংসার চালাতে নির্মাণ শ্রমিকের কাজ করেন।

কিন্তু বর্তমানে শরীর সায় দিচ্ছে না। সংসারে হাঁড়ি চড়ছে না। ফলে অসহায় ভাবে দিন কাটছে তাঁর। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পারুলিয়া গ্রামের বাসিন্দা সুকুমার মণ্ডল। জন্মের পর থেকেই বিশেষ ভাবে সক্ষম। বর্তমান বয়স প্রায় পঞ্চাশ। তাঁর রয়েছে প্রতিবন্ধকতার শংসাপত্র। তারপরেও মিলছে না সরকারি সহায়তা।

আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন

অসহায় দরিদ্র এই ব্যক্তি, কম বয়সে সংসার চালানোর জন্য র্নিমাণ শ্রমিকের কাজ করতেন। বর্তমান বয়স ৫০-এরও বেশি। সংসারের চাহিদায় কাজ করার ইচ্ছে থাকলেও শরীর সায় দিচ্ছে না। তাই কাজ বন্ধ করে বাড়িতেই থাকেন। বর্তমানে তাঁর আয় শূন্য। এই শূন্য পকেটে নিজের-সহ পরিবারের পাশে থাকার একমাত্র ভরসা সরকারি সহায়তা। কিন্ত তাতেও সমাধান পাচ্ছেন না।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলিতে পাশ করা কঠিন, তবে চাকরি পেলেই বিপুল বেতন! জানুন

দীন-দরিদ্র এই বিশেষ ভাবে সক্ষম এই ব্যক্তি। পরিবারের লোকজনের দাবি, প্রতিবন্ধী ভাতা থেকে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা কোনও কিছুই পাননি সুকুমার বাবু। বারবার সরকারি অফিসে অফিসে ঘুরেছেন কিন্তু প্রতিবারই তাঁর সরকারি সুবিধে পাওয়ার আশা বিফল হয়েছে। বর্তমানে কর্মহীন হয়ে তিনি অসহায় ভাবে দিন কাটাচ্ছেন।

বর্তমান সময়ে যেখানে সক্ষম কর্মঠ মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেখানে সুকুমার মণ্ডলের মতো ব্যক্তি সংসারে অর্থনৈতিক চাহিদা থাকলেও সেই চাহিদা পূরণে ব্যর্থ দৈহিক কারণে। তাই তিনি আজ সম্পূর্ণ অসহায়। সুকুমার মণ্ডলের পরিবারের আশা, দ্রুত সরকার পাশে দাঁড়াবে। বিষয়টি নিয়ে কোলাঘাট ব্লকের সভাপতি সুরজিৎ মান্না মৌখিক জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবেন।

সৈকত শী

Cricket Match: বিশেষভাবে সক্ষমদের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বাজিমাত

নদিয়া: ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করতে গত তিন বছরের মত এ বছরও আয়োজন করা হল ক্রিকেট ম্যাচ। ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম খেলোয়ারদের নিয়ে এই বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করা হয়।

সম্প্রতি বিবেকানন্দ স্পোর্টিং গ্রাউন্ডে এই খেলার আয়োজন করা হয়েছিল। ২৮ ও ২৯ মে-তে এই খেলার আয়োজন করা হলেও ঘূর্ণিঝড়ের কারণে ২৮ তারিখে খেলা হয়নি। সেই কারণে ২৯ তারিখেই দুটি ম্যাচ রাখা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। একটি ম্যাচ ছিল টি-টোয়েন্টি এবং অন্য একটি ১০০ বলের। এই প্রথম দিব্যাঙ্গ ক্রিকেট টিমের মধ্যে ১০০ বলের খেলার আয়োজন করা হল। উভয় দলই ১০০ টি করে বল করে।

আরও পড়ুন: দেব থেকে রচনা, শেষ দিনের প্রচারে ‘টলিউড’ ঝড়

দুটি ম্যাচেই বাংলাদেশের টিম জয়লাভ করে। টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটে জেতে। আর ১০০ বলের ম্যাচে এক উইকেটে পশ্চিমবঙ্গের দলকে হারায় বাংলাদেশ। দুটো খেলাই আয়োজন করা হয়েছিল ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

খেলার কর্মকর্তা, কোচ এবং খেলোয়াড় মিলে দুটি টিমে কুড়িজন করে সদস্য ছিলেন। ভারত-বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ ম্যাচ চতুর্থ বারের জন্য আয়োজন করা হয়েছিল পশ্চিমবাংলার মাটিতেই। ভারতবর্ষে তিনটি এবং বাংলাদেশে এর আগে একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও এরপর আগামী ক্রিকেট ম্যাচ বাংলাদেশে আনুমানিক ডিসেম্বর মাসে আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের দলে নদিয়া থেকে ছিলেন সমরেশ বিশ্বাস ও সুমন দে। এই দলের অধিনায়ক দীপঙ্কর মল্লিক। চাকদার সুমন দে সেরা বোলারের শিরোপা পেয়েছেন। এছাড়াও সমরেশ বিশ্বাস হয়েছেন বেস্ট ব্যাটসম্যান। দলের কোচ প্রবীর গোমস শান্তিপুরের বাসিন্দা। তবে এখনও পর্যন্ত সরকারি সাহায্য না পাওয়ায় কিছুটা হলেও আক্ষেপ আছে এই সংস্থার কর্মকর্তাদের।

মৈনাক দেবনাথ