দক্ষিণ আমেরিকার উত্তরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডায় পাওয়া যায় এই বিষাক্ত গাছ। গাছটিতে আপেলের মতো ফল হয়, ফল সমেত গাছটি থেকে নিঃসৃত তরল মানুষের শরীরে তীব্র বিষক্রিয়ার সৃষ্টি করে।

Knowledge story: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

বিষাক্ত প্রাণীর কথা বললেই সবার আগে উঠে আসে সাপের কথা। যার একটা ছোট্ট কামড়েই মৃত্যু হয় মানুষের।
বিষাক্ত প্রাণীর কথা বললেই সবার আগে উঠে আসে সাপের কথা। যার একটা ছোট্ট কামড়েই মৃত্যু হয় মানুষের।
কিন্তু শুধু সাপ নয়, এমন অনেক উদ্ভিদ আছে যার মধ্যে বিষের পরিমাণ অনেক বিষাক্ত সাপের চেয়েও বেশি। এমনই একটি গাছ হল ম্যানচিনিল গাছ।
কিন্তু শুধু সাপ নয়, এমন অনেক উদ্ভিদ আছে যার মধ্যে বিষের পরিমাণ অনেক বিষাক্ত সাপের চেয়েও বেশি। এমনই একটি গাছ হল ম্যানচিনিল গাছ।
দক্ষিণ আমেরিকার উত্তরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডায় পাওয়া যায় এই বিষাক্ত গাছ। গাছটিতে আপেলের মতো ফল হয়, ফল সমেত গাছটি থেকে নিঃসৃত তরল মানুষের শরীরে তীব্র বিষক্রিয়ার সৃষ্টি করে।
দক্ষিণ আমেরিকার উত্তরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডায় পাওয়া যায় এই বিষাক্ত গাছ। গাছটিতে আপেলের মতো ফল হয়, ফল সমেত গাছটি থেকে নিঃসৃত তরল মানুষের শরীরে তীব্র বিষক্রিয়ার সৃষ্টি করে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক ম্যানচিনিল গাছের গায়ে বিধিবদ্ধ সতর্কীকরণ লেখা আছে। শুধু তাই নয়, সেখানে এটাও লেখা রয়েছে যে ‘বৃষ্টির সময়ে এই গাছের নীচে দাঁড়ানোও নিষিদ্ধ।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক ম্যানচিনিল গাছের গায়ে বিধিবদ্ধ সতর্কীকরণ লেখা আছে। শুধু তাই নয়, সেখানে এটাও লেখা রয়েছে যে ‘বৃষ্টির সময়ে এই গাছের নীচে দাঁড়ানোও নিষিদ্ধ।
এই গাছের ফলে এক বার কামড় দিলেই গলা এবং মুখ জুড়ে অস্বস্তি শুরু হয়। পরে পেটে চলে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বর্তমানে ফ্লোরিডায় এই গাছ বিলুপ্তপ্রায়।
এই গাছের ফলে এক বার কামড় দিলেই গলা এবং মুখ জুড়ে অস্বস্তি শুরু হয়। পরে পেটে চলে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বর্তমানে ফ্লোরিডায় এই গাছ বিলুপ্তপ্রায়।