Monsoon Tips: বর্ষার সময় জামাকাপড়ের স্যাঁতস্যাতে দুর্গন্ধ! নিমেষেই গায়েব হবে, রইল ঘরোয়া টোটকা

বৃষ্টির সময় অনেকের কাছে মজাদার মনে হলেও এই সময় নানা সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘরে যেমন বাজে গন্ধ হয়, তেমনই ভেজা জামাকাপড় থেকেও দুর্গন্ধ বার হয়।
বৃষ্টির সময় অনেকের কাছে মজাদার মনে হলেও এই সময় নানা সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘরে যেমন বাজে গন্ধ হয়, তেমনই ভেজা জামাকাপড় থেকেও দুর্গন্ধ বার হয়।
বর্ষাকালে সূর্যের আলোর অভাবে কাপড় ঠিকমতো শুকায় না। তাই এই সমস্যা আরও বাড়ে। তবে বেশ কিছু উপায়ে জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে সঙ্গে রংও ধরে রাখবে।
বর্ষাকালে সূর্যের আলোর অভাবে কাপড় ঠিকমতো শুকায় না। তাই এই সমস্যা আরও বাড়ে। তবে বেশ কিছু উপায়ে জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে সঙ্গে রংও ধরে রাখবে।
বর্ষায় জামাকাপড়ের দুর্গন্ধ থেকে বাঁচতে লেবু ভাব উপাদেয়। আপনি যে বালতিতে কাপড় ভিজিয়ে রাখছেন, তাতে একটু লেবুর রস দিন। এতে আপনার জামাকাপড় ভেজা গন্ধ হবে না।
বর্ষায় জামাকাপড়ের দুর্গন্ধ থেকে বাঁচতে লেবু ভাব উপাদেয়। আপনি যে বালতিতে কাপড় ভিজিয়ে রাখছেন, তাতে একটু লেবুর রস দিন। এতে আপনার জামাকাপড় ভেজা গন্ধ হবে না।
বর্ষাকালে কাপড় বাইরের বাতাসে শুকনো এড়িয়ে চলুন। জামাকাপড় ফ্যানের হাওয়ায় ১০০ শতাংশ শুকিয়ে যাবে এবং বর্ষার আর্দ্রতা ধরে রাখবে না।
বর্ষাকালে কাপড় বাইরের বাতাসে শুকনো এড়িয়ে চলুন। জামাকাপড় ফ্যানের হাওয়ায় ১০০ শতাংশ শুকিয়ে যাবে এবং বর্ষার আর্দ্রতা ধরে রাখবে না।
লেবুর মতোই জামাকাপড় ধোওয়ার সময় একটু ভিনfগার বা বেকিং সোডা মেশান। এতে আপনার জামাকাপড়ের বর্ষাকালের বাজে গন্ধ হবে না। আগের মতোই সুগন্ধি দিতে শুরু করবে।
লেবুর মতোই জামাকাপড় ধোওয়ার সময় একটু ভিনfগার বা বেকিং সোডা মেশান। এতে আপনার জামাকাপড়ের বর্ষাকালের বাজে গন্ধ হবে না। আগের মতোই সুগন্ধি দিতে শুরু করবে।
বৃষ্টির সময় সিল্ক, শিফন, জর্জেট, ক্রেপ জাতীয় শাড়িগুলি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে লবঙ্গ বা কর্পূর পিষে কাপড়ের ব্যাগে রাখুন।
বৃষ্টির সময় সিল্ক, শিফন, জর্জেট, ক্রেপ জাতীয় শাড়িগুলি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে লবঙ্গ বা কর্পূর পিষে কাপড়ের ব্যাগে রাখুন।