:  সেলিন ডিওন- এই নামটার সঙ্গে আপামর বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষ যুক্ত৷ টাইটানিক সিনেমার ‘মাই লাইফ উইল গো অন  ’ -র সুর ঝংকারে প্রেমের সুর পেয়েছে সারা বিশ্ব৷ কিন্তু সেই ডিওন গত ২ বছর ধরে এক ভয়ংকর রোগে আক্রান্ত৷ রোগটির নাম স্টিফ পার্সন সিনড্রোম৷

Celine Dion In Paris Olympics: Titanic – এ তাঁর গানে প্রেমে ভেসেছিল বিশ্ব, গত ২ বছরে কোন রোগে আক্রান্ত সেলিন ডিওন জানেন

:  সেলিন ডিওন- এই নামটার সঙ্গে আপামর বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষ যুক্ত৷ টাইটানিক সিনেমার ‘মাই লাইফ উইল গো অন  ’ -র সুর ঝংকারে প্রেমের সুর পেয়েছে সারা বিশ্ব৷ কিন্তু সেই ডিওন গত ২ বছর ধরে এক ভয়ংকর রোগে আক্রান্ত৷ রোগটির নাম স্টিফ পার্সন সিনড্রোম৷
:  সেলিন ডিওন- এই নামটার সঙ্গে আপামর বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষ যুক্ত৷ টাইটানিক সিনেমার ‘মাই লাইফ উইল গো অন  ’ -র সুর ঝংকারে প্রেমের সুর পেয়েছে সারা বিশ্ব৷ কিন্তু সেই ডিওন গত ২ বছর ধরে এক ভয়ংকর রোগে আক্রান্ত৷ রোগটির নাম স্টিফ পার্সন সিনড্রোম৷
অলিম্পিক্সের ওপেনিং শো আরও একটি কারণে বিশেষ হয়ে থাকতে চলেছে৷  আজকের রাতের প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বছরের ডিওনের প্রথম পারফরম্যান্স হবে। স্টিফ পার্সন সিনড্রোম ধরা পড়ার পর থেকে তিনি মঞ্চে পারফর্ম করেননি তিনি৷ যার ফলে বেশ কয়েকটি লাইভ শো তাঁকে বাতিল করতে বাধ্য করেছিল।
অলিম্পিক্সের ওপেনিং শো আরও একটি কারণে বিশেষ হয়ে থাকতে চলেছে৷  আজকের রাতের প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বছরের ডিওনের প্রথম পারফরম্যান্স হবে। স্টিফ পার্সন সিনড্রোম ধরা পড়ার পর থেকে তিনি মঞ্চে পারফর্ম করেননি তিনি৷ যার ফলে বেশ কয়েকটি লাইভ শো তাঁকে বাতিল করতে বাধ্য করেছিল।
কিংবদন্তি গায়িকা ও গীতিকার সেলিন ডিওন- স্টিফ-পারসন সিনড্রোম নামে একটি বিরল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছেন৷ আগে গুঞ্জন ছিল তিনি অলিম্পিক গেমসের মঞ্চে পারফর্ম করে  ফিরে আসবেন৷ তবে এবার  আর আশা নয়, নিশ্চিত হয়ে গেছে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন৷
কিংবদন্তি গায়িকা ও গীতিকার সেলিন ডিওন- স্টিফ-পারসন সিনড্রোম নামে একটি বিরল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছেন৷ আগে গুঞ্জন ছিল তিনি অলিম্পিক গেমসের মঞ্চে পারফর্ম করে  ফিরে আসবেন৷ তবে এবার  আর আশা নয়, নিশ্চিত হয়ে গেছে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন৷
স্টিফ-পারসন সিনড্রোম হল একটি স্নায়বিক অবস্থা যার ফলে পেশীতে খিঁচুনি হয়। এটি প্রাথমিকভাবে মস্তিষ্ক এবং মেরুদন্ডকে প্রভাবিত করে৷ তারপরে পেশির দৃঢ়তা, অঙ্গবিন্যাস সমস্যা এবং সংবেদনশীলতার সমস্যা তৈরি করে৷
স্টিফ-পারসন সিনড্রোম হল একটি স্নায়বিক অবস্থা যার ফলে পেশীতে খিঁচুনি হয়। এটি প্রাথমিকভাবে মস্তিষ্ক এবং মেরুদন্ডকে প্রভাবিত করে৷ তারপরে পেশির দৃঢ়তা, অঙ্গবিন্যাস সমস্যা এবং সংবেদনশীলতার সমস্যা তৈরি করে৷
২০২২ সালের ডিসেম্বরে স্টিফ পার্সন সিনড্রোমে ধরা পড়ার পর তাঁর পারফরম্যান্সের সফরগুলি বন্ধ করে দেওয়া হয়৷  স্পটলাইট থেকে তারপর এই দীর্ঘ সময় দূরে সরে যাওয়ার পর এটি পপ কিংবদন্তির প্রথম পারফরম্যান্সকে চিহ্নিত হবে৷
২০২২ সালের ডিসেম্বরে স্টিফ পার্সন সিনড্রোমে ধরা পড়ার পর তাঁর পারফরম্যান্সের সফরগুলি বন্ধ করে দেওয়া হয়৷  স্পটলাইট থেকে তারপর এই দীর্ঘ সময় দূরে সরে যাওয়ার পর এটি পপ কিংবদন্তির প্রথম পারফরম্যান্সকে চিহ্নিত হবে৷
কানাডিয়ান গায়িকা ইঙ্গিত করেছিলেন যে কামব্যাক সামনেই আসছে৷  এই কথার ইঙ্গিত তিনি দিয়েছিলেন ভোগ ফ্রান্সের সঙ্গে এপ্রিল সংখ্যার সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন৷ সেখান থেকে তিনি বলেছিলেন, “আমি একটি মেডিকেল টিমের সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত শরীর এবং আত্মা নিয়ে কাজ করার জন্য বেছে নিয়েছি। আমি সেরা হতে চাই। আমার লক্ষ্য আবার আইফেল টাওয়ার দেখা।"
কানাডিয়ান গায়িকা ইঙ্গিত করেছিলেন যে কামব্যাক সামনেই আসছে৷  এই কথার ইঙ্গিত তিনি দিয়েছিলেন ভোগ ফ্রান্সের সঙ্গে এপ্রিল সংখ্যার সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন৷ সেখান থেকে তিনি বলেছিলেন, “আমি একটি মেডিকেল টিমের সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত শরীর এবং আত্মা নিয়ে কাজ করার জন্য বেছে নিয়েছি। আমি সেরা হতে চাই। আমার লক্ষ্য আবার আইফেল টাওয়ার দেখা।”