Mamata Banerjee: ‘ভোটে হেরে বঙ্গভঙ্গের চক্রান্ত’, দিল্লিতেও চড়া সুর বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি বিধায়ক নিশিকান্ত দুবের বাংলা ভাগের পক্ষে সওয়াল নিয়েও মুখ খোলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাকে ভাগ করার চক্রান্ত। টুকরো টুকরো করার পরিকল্পনা। সংসদ থেকে বাংলাকে ভাগ করার কথা বলছে। বাংলা ভাগ মনে দেশ ভাগ। সেই জন্য ভয়েস রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব”।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার বলেন, ‘‘আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করেছি৷ দেখা করে আমি তাঁর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত৷ একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে? এবং তার ফলে উত্তরবঙ্গকে কী ভাবে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রোপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি৷”