প্রাণ বাঁচল হাতির

Jalpaiguri News: ট্রেন ড্রাইভারের দারুণ কাজ, কুর্নিশ করছে সকলেই, কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেসের চালক বাঁচালেন একদল হাতিকে, রইল ভিডিও

জলপাইগুড়ি: ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল এক দল হাতির। ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার রাতে কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন ও রাজাভাতখাওয়ার মাঝের রেল পথ পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেন চালক দেখতে পান এক দল হাতি রেল লাইনের উপর দিয়ে সারিবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে ।

ঠিক সে সময় দুই লোকোপাইলটের উপস্তিত বুদ্ধি এবং তৎপরতায় তারা ট্রেন দাঁড় করিয়ে দেন । পরবর্তীতে হাতির দল সহ হস্তি শাবক রেলপথ পেরিয়ে জঙ্গলে প্রবেশ করলে তারা আবার ট্রেন চালিয়ে গন্তব্যে রওনা দেন।

আরও পড়ুন – Celine Dion In Paris Olympics: Titanic – এ তাঁর গানে প্রেমে ভেসেছিল বিশ্ব, গত ২ বছরে কোন রোগে আক্রান্ত সেলিন ডিওন জানেন

ট্রেনের লোকোপাইলট এস কে গোন্ড এবং অ্যাসিসটেন্ট লোকপাইলট সম্রাট রায়কে সাধুবাদ জানিয়েছে রেল কর্তৃপক্ষ সহ বন দফতরের আধিকারিকেরা এবং পশুপ্রেমীরা । প্রসঙ্গত, এর আগেও বহুবার দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে বহু হস্তির দল।

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু খবর শিরোনামে উঠে আসে। সেক্ষেত্রে এভাবে ট্রেন চালকের তৎপরতার দরুন একদল হস্তির প্রাণ বাঁচানোর ঘটনা সত্যি প্রশংসনীয়। উল্লেখ্য, কিছু দিন আগেও ট্রেনের ধাক্কায় একটি হাতি মারা যায় এবং সেই ঘটনার পরবর্তীতে একদল হাতি ও শাবক প্রাণে বাঁচল ট্রেন চালকের তৎপরতায়।

Surajit Dey