দিঘা গেট

Digha: বর্ষার দিঘা অপরূপ! দারুণ এই উদ্যোগ নিল প্রশাসন, বেড়ানোর মজা বাড়ল আরও কয়েকগুণ

*দিঘা আসা পর্যটকদের জন্য সুখবর। দিঘায় আর যানজটের ভোগান্তি নয়, দারুন উদ্যোগ প্রশাসনের। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। এবার দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দের জন্য সি বিচের পাশাপাশি দিঘা বর্ডার থেকে দিঘা ওয়েলকাম গেট পর্যন্ত ৪ লেন রাস্তা সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হল। প্রতিবেদনঃ সৈকত শী। সংগৃহীত ছবি। 
*দিঘা আসা পর্যটকদের জন্য সুখবর। দিঘায় আর যানজটের ভোগান্তি নয়, দারুন উদ্যোগ প্রশাসনের। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। এবার দিঘায় পর্যটকদের স্বাচ্ছন্দের জন্য সি বিচের পাশাপাশি দিঘা বর্ডার থেকে দিঘা ওয়েলকাম গেট পর্যন্ত ৪ লেন রাস্তা সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হল। প্রতিবেদনঃ সৈকত শী। সংগৃহীত ছবি।
*বাংলা ও বাঙালির মনন ও চিন্তনে প্রথম বেড়ানোর জায়গা হিসেবে উঠে আসে দিঘা। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে মনের প্রান্তি দূর করতে দিঘার জুড়ি মেলা ভার। সেই দিঘায় বেড়াতে এসে পর্যটকেরা নানা রকম সমস্যার সম্মুখীন হন। যার মধ্যে অন্যতম দিঘার রাস্তায় যানজটের সমস্যা। এবার সেই সমস্যা দূর হতে চলছে। সংগৃহীত ছবি। 
*বাংলা ও বাঙালির মনন ও চিন্তনে প্রথম বেড়ানোর জায়গা হিসেবে উঠে আসে দিঘা। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে মনের প্রান্তি দূর করতে দিঘার জুড়ি মেলা ভার। সেই দিঘায় বেড়াতে এসে পর্যটকেরা নানা রকম সমস্যার সম্মুখীন হন। যার মধ্যে অন্যতম দিঘার রাস্তায় যানজটের সমস্যা। এবার সেই সমস্যা দূর হতে চলছে। সংগৃহীত ছবি।
*রাজ্য তথা পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। শীত গ্রীষ্ম বর্ষার সব ঋতুতেই দিঘায় পর্যটকের ঢল নামে। বর্তমান রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পে সেজেগুজে দিঘা এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। ফলে দিঘায় আগের তুলনায় পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। এমনকি দিনরাজ্য ও বিদেশী পর্যটকদের আনাগোনা বাড়ছে। সংগৃহীত ছবি। 
*রাজ্য তথা পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। শীত গ্রীষ্ম বর্ষার সব ঋতুতেই দিঘায় পর্যটকের ঢল নামে। বর্তমান রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পে সেজেগুজে দিঘা এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। ফলে দিঘায় আগের তুলনায় পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। এমনকি দিনরাজ্য ও বিদেশী পর্যটকদের আনাগোনা বাড়ছে। সংগৃহীত ছবি।
*ইতিমধ্যে দেশ বিদেশের পর্যটকরা এসে যাতে সমস্যায় না পড়েন তার জন্য সমুদ্র লাগোয়া এলাকা হকার পরিষ্কার করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। এবার সৈকত নগরীর ভেতরে পর্যটকদের গাড়ি সহ চলাচলের অসুবিধা যাতে না হয় তার জন্য এই চার লেনের পরিসর তৈরির কাজ শুরু হল। সংগৃহীত ছবি। 
*ইতিমধ্যে দেশ বিদেশের পর্যটকরা এসে যাতে সমস্যায় না পড়েন তার জন্য সমুদ্র লাগোয়া এলাকা হকার পরিষ্কার করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। এবার সৈকত নগরীর ভেতরে পর্যটকদের গাড়ি সহ চলাচলের অসুবিধা যাতে না হয় তার জন্য এই চার লেনের পরিসর তৈরির কাজ শুরু হল। সংগৃহীত ছবি।
*এ বিষয়ে কাঁথির মহকুমা শাসক তথা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক শৌভিক ভট্টাচার্য বলেন, "পড়শী রাজ্য ওড়িশা বর্ডার থেকে দিঘা গেট পর্যন্ত ৪ লেনের জাতীয় সড়ক সম্প্রসারণের জন্যে ডিপিআর তৈরি করেছে পি ডব্লিউ ডি রোডস। তবে কাজ কবে থেকে পুরোদমে হবে সেটা পরবর্তী বিষয়। দিঘাতে পর্ষদের ২৪ একর জায়গা জবর দখল হয়ে রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ ও পর্যটকদের সুবিধার জন্যে রাস্তার দু পাশে যে সব জায়গা জবরদখল হয়ে রয়েছে সেগুলির ডিমার্কেশান করে রাখা। সেকারণে বর্ডার থেকে দিঘা গেট পর্যন্ত জাতীয় সড়কের দুপাশে কতটা জায়গা জবর দখল হয়ে রয়েছে তার পরিমাপ করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" সংগৃহীত ছবি। 
*এ বিষয়ে কাঁথির মহকুমা শাসক তথা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক শৌভিক ভট্টাচার্য বলেন, “পড়শী রাজ্য ওড়িশা বর্ডার থেকে দিঘা গেট পর্যন্ত ৪ লেনের জাতীয় সড়ক সম্প্রসারণের জন্যে ডিপিআর তৈরি করেছে পি ডব্লিউ ডি রোডস। তবে কাজ কবে থেকে পুরোদমে হবে সেটা পরবর্তী বিষয়। দিঘাতে পর্ষদের ২৪ একর জায়গা জবর দখল হয়ে রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ ও পর্যটকদের সুবিধার জন্যে রাস্তার দু পাশে যে সব জায়গা জবরদখল হয়ে রয়েছে সেগুলির ডিমার্কেশান করে রাখা। সেকারণে বর্ডার থেকে দিঘা গেট পর্যন্ত জাতীয় সড়কের দুপাশে কতটা জায়গা জবর দখল হয়ে রয়েছে তার পরিমাপ করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” সংগৃহীত ছবি।
*বিভিন্ন সময়ে দিঘার রাস্তায় যানজট ও পথ দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে রাস্তার পাশে সরকারি জায়গা জবর দখল করে থাকার বিভিন্ন দোকানদার। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ দিঘা বর্ডার থেকে দিঘা গেট পর্যন্ত জাতীয় সড়কের রাস্তার দুপাশে জায়গা পরিমাপ করা শুরু করেছে। সংগৃহীত ছবি। 
*বিভিন্ন সময়ে দিঘার রাস্তায় যানজট ও পথ দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে রাস্তার পাশে সরকারি জায়গা জবর দখল করে থাকার বিভিন্ন দোকানদার। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ দিঘা বর্ডার থেকে দিঘা গেট পর্যন্ত জাতীয় সড়কের রাস্তার দুপাশে জায়গা পরিমাপ করা শুরু করেছে। সংগৃহীত ছবি।
*আগামী দিনের রাস্তার দুপাশে থাকা জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে। সেই সঙ্গে রাস্তা সম্প্রসারণ করা হবে। ফলে দিঘার রাস্তায় যেমন যানজটের সমস্যা সমাধান হবে তেমনই দুর্ঘটনার সংখ্যা কমবে বলে অভিমত প্রশাসনের। আগামীতে দিঘায় আসা পর্যটকদের ভোগান্তিতে পড়তে হবে না। সংগৃহীত ছবি।
*আগামী দিনের রাস্তার দুপাশে থাকা জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে। সেই সঙ্গে রাস্তা সম্প্রসারণ করা হবে। ফলে দিঘার রাস্তায় যেমন যানজটের সমস্যা সমাধান হবে তেমনই দুর্ঘটনার সংখ্যা কমবে বলে অভিমত প্রশাসনের। আগামীতে দিঘায় আসা পর্যটকদের ভোগান্তিতে পড়তে হবে না। সংগৃহীত ছবি।