যদি ঘরে একাধিক টিকটিকিকে মারামারি করতে দেখা যায়, তবে এটি অশুভ লক্ষণ। টিকটিকি মারামারি বাড়ির লোকজনের মধ্যে পারস্পরিক অশান্তি দেখায় বলেই জানালেন জ‍্যোতিষী।

Lizard: বর্ষায় টিকটিকির উপদ্রবে নাজেহাল? এইগুলো করুন, ত্রিসীমানায় ঘেঁষবে না আর

বর্ষায় টিকটিকির উপদ্রব বাড়ছে। লাঠি, ঝাড়ু কোনও কিছু দিয়েই তাড়াতে পারছেন না? দেওয়ালের এ দিক থেকে ও দিক কিংবা ঘরময় ছুটে বেড়াচ্ছে টিকটিকি? দেরি না করে অবলম্বন করুন কিছু সহজ অথচ বিশেষ উপায়। টিকটিকির টিকিটিও দেখা যাবে না।
বর্ষায় টিকটিকির উপদ্রব বাড়ছে। লাঠি, ঝাড়ু কোনও কিছু দিয়েই তাড়াতে পারছেন না? দেওয়ালের এ দিক থেকে ও দিক কিংবা ঘরময় ছুটে বেড়াচ্ছে টিকটিকি? দেরি না করে অবলম্বন করুন কিছু সহজ অথচ বিশেষ উপায়। টিকটিকির টিকিটিও দেখা যাবে না।
জোড়ায় জোড়ায় খেলে বেড়াতে পারে টিকটিকি। দেখে কেউ কেউ ঘেন্না পান। কেউ বাঁ ভয়। তাই বলে প্রাণে মারবেন না যেন! জেনে নিন টিকটিকি না মেরে তাড়ানোর ঘরোয়া উপায়।
জোড়ায় জোড়ায় খেলে বেড়াতে পারে টিকটিকি। দেখে কেউ কেউ ঘেন্না পান। কেউ বাঁ ভয়। তাই বলে প্রাণে মারবেন না যেন! জেনে নিন টিকটিকি না মেরে তাড়ানোর ঘরোয়া উপায়।
লাল লঙ্কা গুঁড়ো ও গোল মরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে জলে গুলে স্প্রে করুন ঘরের কোণা থেকে শুরু করে জানলা এবং দরজায়। তীব্র ঝাঁঝে পালাবে টিকটিকি।
লাল লঙ্কা গুঁড়ো ও গোল মরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে জলে গুলে স্প্রে করুন ঘরের কোণা থেকে শুরু করে জানলা এবং দরজায়। তীব্র ঝাঁঝে পালাবে টিকটিকি।
ডিমের খোসা রাখুন সেই সব জায়গায় যেখানে টিকটিকির উৎপাত বেশি। এর গন্ধেও টিকটিকি দূরে থাকে।
ডিমের খোসা রাখুন সেই সব জায়গায় যেখানে টিকটিকির উৎপাত বেশি। এর গন্ধেও টিকটিকি দূরে থাকে।
গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত ঘরে টিকটিকির বাড়বাড়ন্ত অতিষ্ট করে তোলে। যারা ভয় পান টিকটিকিতে, তাদের জন্য আতঙ্ক বাড়ে। বিশেষ করে বর্ষাকালে দেওয়াল থেকে নেমে মাটিতে হাঁটতে শুরু করে বিশাল মাপের টিকটিকি। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই, অনেক পন্থা অবলম্বন করেছেন। কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে কোনও কিছুতেই কোনও কাজ হয়নি। বহালতবিয়েতে ঘরময় ঘুরে বেড়াচ্ছে দানবীয় এক একটি টিকটিকি, আর আপনি সিঁটিয়ে রয়েছেন ভয়ে। তবে আর ভয় নেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন পেঁয়াজ, রসুনের পেস্ট। এটিকে স্প্রে করলেই টিকটিকির হাত থেকে মুক্তি।
গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত ঘরে টিকটিকির বাড়বাড়ন্ত অতিষ্ট করে তোলে। যারা ভয় পান টিকটিকিতে, তাদের জন্য আতঙ্ক বাড়ে। বিশেষ করে বর্ষাকালে দেওয়াল থেকে নেমে মাটিতে হাঁটতে শুরু করে বিশাল মাপের টিকটিকি। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই, অনেক পন্থা অবলম্বন করেছেন। কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে কোনও কিছুতেই কোনও কাজ হয়নি। বহালতবিয়েতে ঘরময় ঘুরে বেড়াচ্ছে দানবীয় এক একটি টিকটিকি, আর আপনি সিঁটিয়ে রয়েছেন ভয়ে। তবে আর ভয় নেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন পেঁয়াজ, রসুনের পেস্ট। এটিকে স্প্রে করলেই টিকটিকির হাত থেকে মুক্তি।
কর্পূরও টিকটিকি তাড়াতে সাহায্য করে। ঘরের সব কোণায় কর্পূর রাখুন, ফল পাবেন হাতেনাতে।
কর্পূরও টিকটিকি তাড়াতে সাহায্য করে। ঘরের সব কোণায় কর্পূর রাখুন, ফল পাবেন হাতেনাতে।
ময়ূর টিকটিকি খায়। ঘরে ময়ূরের পালক রাখলেও ভয়ে পালাবে টিকটিকি।
ময়ূর টিকটিকি খায়। ঘরে ময়ূরের পালক রাখলেও ভয়ে পালাবে টিকটিকি।
রাখতে পারেন ন্যাপথালিন বলও। ঘরের বিভিন্ন কোণায়, আসবাবের ফাঁকে রাখলে টিকটিকি ঘেঁষবে না কাছে। আর যদি ঘরে ঢুকে যায় টিকটিকি এর পরঅ, না মেরে ঠাণ্ডা জল ছিটিয়ে দিন। পালিয়ে যাবে।
রাখতে পারেন ন্যাপথালিন বলও। ঘরের বিভিন্ন কোণায়, আসবাবের ফাঁকে রাখলে টিকটিকি ঘেঁষবে না কাছে। আর যদি ঘরে ঢুকে যায় টিকটিকি এর পরঅ, না মেরে ঠাণ্ডা জল ছিটিয়ে দিন। পালিয়ে যাবে।