*একসময় বীরভূমের রাজনীতি হোক বা সাধারণ মানুষের মনে অথবা মুখে এই একটাই নাম সব সময় চলাফেরা করত, অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের নাম শুনে নাকি 'বাঘে গরুতে এক ঘাটে জল খেত'। এখন তিনি জেলাতে নেই। আপাতত তাঁর ঠাঁই তিহাড়ে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি। 

Anubrata Mondal: সুপ্রিম কোর্টে জামিন, কবে বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল? দেখুন

অবশেষে সিবিআইয়ের গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা কেষ্টর জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে অনুব্রতের জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সেই মামলায় কী রায় হয়, আপাতত সে দিকেই নজর থাকবে কেষ্টর।