Donald Trump Vs Kamala Harris: ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প! ‘ও ভারতীয় না কৃষ্ণাঙ্গ?,’ কমলা হ্যারিসকে নিয়ে এ কী কটাক্ষ

আমেরিকা: ধীরে ধীরে জমে উঠছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই৷ একদিকে রিপাব্লিকান প্রার্থী তথা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী তথা আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ শুরু হয়ে গিয়েছে তোপ, পাল্টা তোপ৷ এরই মধ্যে ফের কমলা হ্যারিসকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেছেন ট্রাম্প৷ যা নিয়ে আবারও উঠেছে বিতর্কের ঝড়৷

জানা গিয়েছে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক ডার্নালিস্টস কনফারেন্সে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প হঠাৎ বলে বসেছেন, ‘‘আমি জানি না, উনি (কমলা হ্যারিস) ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?’’ ট্রাম্পের দাবি, প্রথমে নিজেকে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে পরিচয় দিয়েছিলেন কমলা৷ তারপর হঠাৎই, ‘‘বিষয়টা ঘুরে যায়৷ তখন আবার উনি কৃ্ষ্ণাঙ্গ হয়ে ওঠেন৷’’ রাজনৈতিক ফায়দা তুলতেই কমলা হ্যারিস ‘কৃষ্ণাঙ্গে’র পরিচয় ব্যবহার করছন বলে অভিযোগ করেন ট্রাম্প৷

আরও পড়ুন: ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, এখনও আটকে বহু, আজ পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

বলাবাহুল্য, ট্রাম্পের এই মন্তব্যের পর থেকেই আগুনে ঘি পড়েছে আমেরিকার ভোটপ্রচারে৷ ঐতিহাসিক ভাবে কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কমলা সবসময়েই নিজেকে কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচয় দিয়ে এসেছেন৷

আরও পড়ুন: হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি…জলের তোড়ে হারিয়ে গেল প্রায় ৫০ জন, রাজ্যজুড়ে জারি ওরেঞ্জ অ্যালার্ট

অন্যদিকে, ট্রাম্পের এই মন্তব্যের পরে প্রতিক্রিয়া জানান কমলা হ্যারিসও৷ তাঁর মতে, ট্রাম্প বরাবরের মতো ‘বিচ্ছিন্নতাবাদী এবং অসম্মানে’র শো শুরু করে দিয়েছেন৷ কমলা হ্যারিস বলেন, ‘‘আমাদের এমন একজন নেতা দরকার, যাঁরা এটা বোঝেন যে আমাদের মাঝের এই বৈষম্য আমাদের পরস্পরের চেয়ে আলাদা করে দেয় না৷’’