চলছে সভা

Parents Workshop: ছেলেদের মতই কেরিয়ার গড়বে মেয়েরাও, অভিভাবকদের সচেতন করতে পুলিশের পদক্ষেপ

দক্ষিণ ২৪ পরগনা: কেরিয়ার গড়ায় পুরুষ-নারী ভেদাভেদ আর রাখা চলবে না। সেই লক্ষ্যেই এবার নামখানায় অভিভাবকদের নিয়ে এক সভার আয়োজন করা হল। নারীপাচার ও বাল্যবিবাহ নিয়ে কিশোরীদের সচেতন করতে সারাবছর একাধিক কর্মসূচি গ্রহণ করে থাকে পুলিশ। সুন্দরবন পুলিশ জেলাও এমন কর্মসূচি নিয়ে থাকে প্রায়শই। তবে নামখানাতে এরকম কর্মসূচি এই প্রথম।

মেয়েদের কেরিয়ার নিয়ে অভিভাবকদের সচেতন করলেন উদ্যোক্তারা। বাল্যবিবাহ ও নারীপাচার নিয়ে লাগাতার প্রচার চালানোর জন্য আগের থেকে অনেকটাই সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও অনেকেই মেয়ের উচ্চশিক্ষার পর‌ই বিয়ে দিয়ে দিতে চায়। ফলে নিজের কেরিয়ার জন্য সময়টুকু পায় না তারা।

আর‌ও পড়ুন: পাথর খোদাই শিল্পকে পাল্লা দিচ্ছে এখানকার সিমেন্টের তৈরি ভাস্কর্য! দাম একেবারে কম

এক্ষেত্রে সচেতন করার প্রয়োজন রয়েছে অভিভাবকদের। ফলে উদ্ভুত সমস্যা রুখতে সুন্দরবন জেলা পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয়েছিল একটি সচেতনতামূলক কর্মশালা। সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার চারু শর্মা, জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত মালি, মনামি দাসের মত বিশিষ্ট ব্যক্তিরা।

নবাব মল্লিক