নামখানায় দাঁড়িয়ে আছে ট্রলার

South 24 Parganas News: ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল, বন্ধ নামখানা-বেনুবন লঞ্চ সার্ভিস

দক্ষিণ ২৪ পরগনা: ভারী বর্ষণে বিপর্যস্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। খারাপ আবহাওয়া থাকার কারণে নদী ও সমুদ্র উত্তাল থাকবে বলে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস সত্যি করে শুক্রবার নদী ও সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। যার প্রভাব পড়েছে নামখানা-বেনুবন লঞ্চ সার্ভিসে। সাময়িক বন্ধ করা হয়েছে এই লঞ্চ সার্ভিস।সকাল থেকেই জেলা জুড়ে দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ। উপকূলীয় এলাকায় বইছে দমকা ঝড়ো হাওয়া। নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বন্ধ করা হয়েছে গঙ্গাসাগর যাওয়ার জন্য নামখানা- বেণুবন লঞ্চ সার্ভিস।

আরও পড়ুন: কর্মজীবনে ৮৭টা বাঘ কাবু এই বনকর্মীর হাতে! শুনুন তাঁর অভিজ্ঞতার কথা

শুক্রবার সকাল ১১ টা থেকে সারাদিন এই লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরলে আগামীকাল থেকে পুনরায় চালু করা হবে নামখানা- বেনুবন লঞ্চ পরিষেবা। এদিকে এই অবস্থার মধ্যে সকলের প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের। আবহাওয়া অফিস সূত্রে খবর, দিনভর মেঘলা থাকবে আকাশ। রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। এদিকে এই ভারী বৃষ্টির জেরে জেলার নীচু জায়গাগুলিতে জল জমেছে‌। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকায় নদী ও সমুদ্র উত্তাল রয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী সকলেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক