Hilsa or Ilish: অপেক্ষার ইতি…! বিরাট সাইজ-চকচকে রং, ২৪ ঘণ্টায় ইলিশে ছেয়ে যাবে বাজার! কতটা কমছে দাম?

*সপ্তাহান্তে মিলবে সুখবর। বাজারে আসছে বড় বড় ইলিশ। ইলিশ নিয়ে উপকূলের দিকে আসছে ট্রলারগুলি।
*সপ্তাহান্তে মিলবে সুখবর। বাজারে আসছে বড় বড় ইলিশ। ইলিশ নিয়ে উপকূলের দিকে আসছে ট্রলারগুলি।
*ইতিমধ্যে কিছু ট্রলার নামখানা ও কাকদ্বীপের দিকে এসেছে। তাতেই অন্যান্য মাছের সঙ্গে কয়েক টন ইলিশ এসেছে।
*ইতিমধ্যে কিছু ট্রলার নামখানা ও কাকদ্বীপের দিকে এসেছে। তাতেই অন্যান্য মাছের সঙ্গে কয়েক টন ইলিশ এসেছে।
*ধারণা করা হচ্ছে সমস্ত ট্রলার ফিরলে ইলিশে ছেয়ে যাবে বাজার। ইতিমধ্যে উপকূলের দিকে রওনা হয়েছে আরও হাজারখানেক ট্রলার।
*ধারণা করা হচ্ছে সমস্ত ট্রলার ফিরলে ইলিশে ছেয়ে যাবে বাজার। ইতিমধ্যে উপকূলের দিকে রওনা হয়েছে আরও হাজারখানেক ট্রলার।
*ফলে সপ্তাহের শেষ দিনে পাতে পড়তে চলেছে ইলিশ। প্রচুর পরিমাণে ইলিশ আসলে দাম কম পাওয়া যাবে, স্বাদ ভাল হবে।
*ফলে সপ্তাহের শেষ দিনে পাতে পড়তে চলেছে ইলিশ। প্রচুর পরিমাণে ইলিশ আসলে দাম কম পাওয়া যাবে, স্বাদ ভাল হবে।
*চলতি মরশুমে এর আগে চারবার সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন মৎস্যজীবীরা। অন্যান্য মাছ কমবেশি মিললেও ইলিশের ঝাঁক ধরা দিচ্ছিল না।
*চলতি মরশুমে এর আগে চারবার সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন মৎস্যজীবীরা। অন্যান্য মাছ কমবেশি মিললেও ইলিশের ঝাঁক ধরা দিচ্ছিল না।
*তবে এবার সপ্তাহের শেষ দিকে ইলিশ আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। শনি ও রবিবার ইলিশ বাজারে আসবে। সেজন্য অপেক্ষা অরতে হবে আর কয়েকঘণ্টা।
*তবে এবার সপ্তাহের শেষ দিকে ইলিশ আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। শনি ও রবিবার ইলিশ বাজারে আসবে। সেজন্য অপেক্ষা অরতে হবে আর কয়েকঘণ্টা।