ঘিস নদী

Dooars: ডুয়ার্সের প্রাকৃতি দেখতে গিয়ে ট্রেন থেকে ঝুপ করে নদীতে পড়ল ‌যুবক! তারপর ‌যা ঘটল অবিশ্বাস্য…!

জলপাইগুড়ি: এও সম্ভব! কথায় বলে ‘রাখে হরি তো মারে কে’! এই ঘটনার সাক্ষী থাকল ডুয়ার্স। ট্রেনের দরজায় দাঁড়িয়ে ডুয়ার্সের সৌন্দর্য দেখতে গিয়েই বিপত্তি। ট্রেন থেকে ঘীস নদীতে পড়ল যাত্রী। স্থানীয় দুই যুবক নদী থেকে উদ্ধার করে ওই ‌যুবককে। মালবাজার মহকুমার ঘীস নদী সংলগ্ন এলাকার ঘটনা। ওই ব্যক্তির নাম রতন সূত্রধর। বাড়ি ডুয়ার্সের রাঙ্গালি বাজনা এলাকায়।

ঘীস বস্তির বাসিন্দা সাইনুল হক বলেন, শুক্রবার বিকেল নাগাদ শিলিগুড়ির দিক থেকে ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। ট্রেনটি ঘীস রেল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় দেখা যায় এক ব্যক্তি ট্রেনের দরজা থেকে হঠাৎ ঘীস নদীর জলে পড়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ আজ মেঝে পরিষ্কার দিবস! কেন পালন করা হয় এই বিশেষ দিন? জানলে অবাক হবেন

জানা গিয়েছে, ঘীস নদীর জলে পড়ার পর ওই ব্যক্তি ভাসতে থাকেন। এরপরেই তা দেখে স্থানীয় দুই যুবক তড়িঘড়ি নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই ‌যুবককে নদী থেকে উদ্ধার করে স্থানীয় একটি দোকানে নিয়ে আসে। মালবাজার পুলিশকে খবর দেয়। এখন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল।

সুরজিৎ দে