জল ভর্তি নদী

West Medinipur News: বন্যার আশঙ্কা ঘাটালে, সমাধানের সূত্র কি ঘাটাল মাস্টার প্ল্যান? কী সেই প্রকল্প?

পশ্চিম মেদিনীপুর: বন্যা এবং ঘাটাল পারস্পরিক সমার্থক। প্রতি বছর সামান্য বৃষ্টি এবং বাঁকুড়া ও পুরুলিয়ার জলাধার থেকে জল ছাড়ার কারণে বানভাসি হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। সব হারিয়ে নিঃস্ব হতে হয় ঘাটালের মানুষকে। বছরের পর বছর ধরে যেন এই চিত্র কিছুতেই বদলায় না। বাড়িঘর ভেঙে যাওয়া শুধু নয়, প্রতি বছর বর্ষা এলেই স্থানীয় মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাই ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান। বারবার বিভিন্ন রাজনৈতিক নেতার মুখে শোনা গিয়েছে মাস্টার প্ল্যানের বাস্তবায়নের কথা। তবে বাম আমল থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণ হল না ঘাটাল মাস্টার প্ল্যান।

ভোটে জিতে তিন বারের সাংসদ দেব তদ্বির করেছেন, সেই দিকে তাকিয়ে সকলে। প্রসঙ্গত, ঝুমি নদীতে জল বাড়ার কারণে একাধিক বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। ঘাটালের মনসুকা এলাকায় ধীরে ধীরে জল প্রবেশ করছে। বন্যার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। তাই সকলেই চান ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন।

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটের টর্নেডোর মতো ভয়াল ঝড়! লন্ডভন্ড হুগলির একের পর এক গ্রাম

কী এই ঘাটাল মাস্টারপ্ল্যান?
প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদীর জল বাড়লে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রূপনারায়ণ দিয়ে সেই জল বেরিয়ে গেলে সমস্যা কিছুটা কাটে। কিন্তু, তা না হওয়ায় এলাকাবাসী দুর্ভোগের মধ্যে পড়েন।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা, উত্তরে হড়পা বান! কোন কোন জেলায় সতর্কতা?

জলের তলায় চলে যায় রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ত্রাণ শিবির, প্রতিবেশীর পাকা বাড়ির ছাদে আশ্রয় নেন মানুষ। নৌকায় করে চলে যাতায়াত। তাই এই সমস্যার সমাধানে সকলের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। বাম সরকারের সময় সেই মাস্টার প্ল্যান রূপায়িত হয় কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি। ইতিমধ্যেই নবনির্বাচিত সাংসদ দেবের উদ্যোগে তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান মূলত ঘাটালকে ঘিরে থাকা মূল নদী এবং শাখা নদীগুলির নিয়মিত ড্রেজিং করা। যাতে সেগুলির জলধারণ ক্ষমতা বাড়ে এবং বন্যার হাত থেকে ঘাটালের মানুষ রক্ষা পান। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় পাম্প হাউস তৈরি, নদীপথ সংস্কার করা, স্থানীয় খালগুলিতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং খাল সংস্কারের করা এই মাস্টার প্ল্যানের অংশ।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

শুধু তাই নয়, সেই সঙ্গে ঘাটালের নদী ও খালগুলিতে লক গেট বাসানো এই প্রকল্পের লক্ষ্য। একই সঙ্গে, জমা জল এবং বাড়তি জল নির্দিষ্ট পথে এলাকা থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করাও এই প্ল্যানের মধ্যে রয়েছে। এই মাস্টার প্ল্যান শুধু ঘাটালকেন্দ্রিক নয়, বাস্তব রূপ পেলে উপকৃত হবেন ডেবরা, সবং, পিংলা, পাঁশকুড়া-সহ একাধিক ব্লকের বাসিন্দারা।

তবে কবে বাস্তবায়িত হবে সেই প্ল্যান? এলাকায় জল বাড়ছে। ক্রমশ রাতের ঘুম ছুটছে স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। দ্রুত মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হবে, প্রতিশ্রুতি প্রশাসনিক আধিকারিকদের।