মেঘে ঢাকা শুশুনিয়া

Weekend Tour: বৃষ্টিভেজা সবুজ পাহাড়, এই উইকএন্ডে পাড়ি দিচ্ছেন নাকি, উসকে দেবে Romantisicm নস্টালজিয়া

বর্ষাকালের শুশুনিয়া পাহাড় যেন অন্য একটা পৃথিবী। বর্ষাকালে শুশুনিয়া মিস করলে বড় ভুল হবে পর্যটকদের।
বর্ষাকালের শুশুনিয়া পাহাড় যেন অন্য একটা পৃথিবী। বর্ষাকালে শুশুনিয়া মিস করলে বড় ভুল হবে পর্যটকদের।
প্রাগৈতিহাসিক এই পাহাড়ের বুকে ঘন সবুজের চাদর। ঠিক যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
প্রাগৈতিহাসিক এই পাহাড়ের বুকে ঘন সবুজের চাদর। ঠিক যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়।
সামনেই রয়েছে মরুত বাহা ইকোপার্ক। যেখানে পেয়ে যাবেন থাকার ব্যবস্থা। খুব কাছেই রয়েছে ইউথ হোস্টেল, অত্যন্ত কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে।
সামনেই রয়েছে মরুত বাহা ইকোপার্ক। যেখানে পেয়ে যাবেন থাকার ব্যবস্থা। খুব কাছেই রয়েছে ইউথ হোস্টেল, অত্যন্ত কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে।
হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন ধরে অথবা বাসে করে চলে আসুন বাঁকুড়া স্টেশন পেরিয়ে চলে আসুন ছাতনা। ছাতনা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার শুশুনিয়া পাহাড়। পেয়ে যাবেন গাড়ি কিংবা টোটো।
হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন ধরে অথবা বাসে করে চলে আসুন বাঁকুড়া স্টেশন পেরিয়ে চলে আসুন ছাতনা। ছাতনা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার শুশুনিয়া পাহাড়। পেয়ে যাবেন গাড়ি কিংবা টোটো।
ভরা শ্রাবণ মাসে চলছে, শুশুনিয়ার পবিত্র জল নিয়ে শিবের মাথায় ঢালার ধুম। বসেছে বিরাট মেলা।
ভরা শ্রাবণ মাসে চলছে শুশুনিয়ার পবিত্র জল নিয়ে শিবের মাথায় ঢালার ধুম। বসেছে বিরাট মেলা।
শুশুনিয়া পাহাড় সংলগ্ন রয়েছে ছোটখাটো একাধিক ঘুরে দেখার জায়গা যেমন শিউলিবোনা, চন্দ্রবর্মনের শিলালিপি এবং নরসিংহ মন্দির ও ধারা।
শুশুনিয়া পাহাড় সংলগ্ন রয়েছে ছোটখাটো একাধিক ঘুরে দেখার জায়গা যেমন শিউলিবোনা, চন্দ্রবর্মনের শিলালিপি এবং নরসিংহ মন্দির ও ধারা।