কোন প্রাণী বলুন তো

GK: পৃথিবীর একমাত্র প্রাণী, মানুষের মতোই যারা নিজেদের প্রত্যেকের আলাদা ‘নাম’ দেয়! কোন প্রাণী, শুনে অবিশ্বাস্য মনে হবে

আমরা জানি যে কোনও চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন কিছু সাধারণ প্রশ্ন রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা। কিন্তু চাকরি পরীক্ষার আগে নিজেকে ভাল করে তৈরি করে নেওয়া খুব দরকার।
আমরা জানি যে কোনও চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন কিছু সাধারণ প্রশ্ন রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা। কিন্তু চাকরি পরীক্ষার আগে নিজেকে ভাল করে তৈরি করে নেওয়া খুব দরকার।
হঠাৎ করে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলুন তো পৃথিবীতে কোন প্রাণী মানুষের মতোই যারা নিজেদের প্রত্যেকের আলাদা 'নাম' দেয়? অনেকেই অবাক হবেন। এর উত্তরও অজানা অনেকের। এ বিশ্বে সত্যিই রয়েছে এমন এক প্রাণী।
হঠাৎ করে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলুন তো পৃথিবীতে কোন প্রাণী মানুষের মতোই যারা নিজেদের প্রত্যেকের আলাদা ‘নাম’ দেয়? অনেকেই অবাক হবেন। এর উত্তরও অজানা অনেকের। এ বিশ্বে সত্যিই রয়েছে এমন এক প্রাণী।
বলতে পারবেন, কোন সেই প্রাণী? উত্তর হল ডলফিন। পৃথিবীতে যত ডলফিন আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে। সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয়।
বলতে পারবেন, কোন সেই প্রাণী? উত্তর হল ডলফিন। পৃথিবীতে যত ডলফিন আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে। সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয়।
ডলফিনের মস্তিষ্কের সেরিবেলাম এবং সেরেব্রাল কর্টেক্স দুটি অংশ বেশ উন্নত। এ কারণে ডলফিন দূর থেকে শিকারের অনুসন্ধান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের মতো বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে।
ডলফিনের মস্তিষ্কের সেরিবেলাম এবং সেরেব্রাল কর্টেক্স দুটি অংশ বেশ উন্নত। এ কারণে ডলফিন দূর থেকে শিকারের অনুসন্ধান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের মতো বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে।
ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না। বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে। প্রথমে দূর থেকে তারা মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে, তারপর জলে লেজের ঝাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে।
ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না। বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে। প্রথমে দূর থেকে তারা মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে, তারপর জলে লেজের ঝাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে।
এতে মাছের ঝাঁক কাঁদার ঘোলা জল দেখে বিভ্রান্ত হয়ে আটকে পড়ে আর লাফাতে থাকে। আর ডলফিন একের পর এক মাছ খেতে থাকে।
এতে মাছের ঝাঁক কাঁদার ঘোলা জল দেখে বিভ্রান্ত হয়ে আটকে পড়ে আর লাফাতে থাকে। আর ডলফিন একের পর এক মাছ খেতে থাকে।