অপারেশনের পর রোগী দেখছেন চিকিৎসক

Malda News: বৃদ্ধার গলব্লাডারে ক্যান্সার, জটিল অপারেশনে নজির মালদহ মেডিকেলে

মালদহ: গলব্লাডারে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার জটিল অপারেশন হল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই প্রথম মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই জটিল অপারেশন করলেন তিন চিকিৎসক।‌ ক্যান্সার রোগের চিকিৎসা সদ্য শুরু হয়েছে মালদহ মেডিকেলে। পরিকাঠামোর কিছু ঘাটতি থাকার পরেও চিকিৎসকেরা সফল ভাবে এই অস্ত্রোপ্রচার করলেন। রোগীর আত্মীয় বিশ্বজিৎ পাল বলেন, খুব সুন্দর অপারেশন করেছেন চিকিৎসক। আমরা খুব খুশি।

পুরাতন মালদহের মোকাদিপুর কলোনির বাসিন্দা রেখা রানি দত্ত। তাঁর বয়স ৬৮। গলব্লাডারে পাথর থেকে ক্যান্সার আক্রান্ত হয়েছেন ওই বৃদ্ধা। পরিবারের লোকেরা প্রথমে বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়েছিলেন। সেখানে প্রায় তিন লক্ষ টাকা অপারেশনের খরচ চেয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষ। কিন্তু আর্থিক সমস্যা থাকাই সেখানে চিকিৎসা করাতে পারেননি পরিবারের লোকেরা। অবশেষে গত এক মাস আগে নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ রোগীকে দেখে অস্ত্রোপচারের পরামর্শ দেন।

আরও পড়ুন:অচলাবস্থা বাংলাদেশে! আমদানি বন্ধ ভারতে! এইসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা

পরিবারের লোকেরা রাজি হলে শুরু হয় প্রস্তুতি। জেনারেল সার্জারী বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ সহ আলমগীর হোসেন ও আশিস সরকার অপারেশন করেন। চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ বলেন, এটি একটি জটিল অপারেশন। রোগীর গলব্লাডার লিভারের কিছুটা অংশ কেটে বাদ দিতে হয়েছে। আপাতত রোগী সুস্থ আছেন। তবে তাকে নিয়মিত কেমো নিতে হবে। গলব্লাডারে ক্যান্সার থাকায় বৃদ্ধার লিভারের কিছুটা অংশ কেটে বাদ দিতে হয় চিকিৎসকদের। সংকটজনক পরিস্থিতি থেকে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন ওই রোগী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ