তারকেশ্বরে বিশেষ ট্রেন।

Special train: তারকেশ্বর গেলে সোনায় সোহাগা! বাড়ছে ৮ জোড়া ট্রেন, দাঁড়াতে হবে না টিকিটের লাইনেও

কলকাতা: শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে আসেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তেরা। তারকেশ্বর পৌঁছনোর জন্য রেলপথ খুবই গুরুত্বপূর্ণ। তারকেশ্বরে শ্রাবণী মেলা শুরু হবার সঙ্গে সঙ্গেই পূর্ব রেল দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য স্পেশাল লোকাল ট্রেন চালানো শুরু করেছে।

শ্রাবণী মেলার বিশেষ দিনগুলিতে  হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে অতিরিক্ত ৪ জোড়া এবং শেওড়াফুলি – তারকেশ্বরের মধ্যে অতিরিক্ত ৪ জোড়া ই.এম.ইউ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। দর্শনার্থীরা যাতে মন্দির দর্শন করে দ্রুত বাড়ি ফিরতে পারেন তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

আরও পড়ুন: আম নিয়ে শিশুদের লড়াই থেকে তিনজনের যাবজ্জীবন… ৪০ বছর পরে কমল শাস্তি

এবছর শ্রাবণী মেলায় তারকেশ্বরে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৯.৩৫ শতাংশ। সেই সঙ্গে টিকিট বিক্রিতে আয়ও বেড়েছে ১০৭.৭৭%। যাত্রী সংখ্যার এই বৃদ্ধিতে আশার আলো দেখছে রেল। সেই যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার উদ্যোগ নিল রেল।

দর্শনার্থীরা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, সেই জন্য রেলের তরফ থেকে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তারকেশ্বর স্টেশনে। অতিরিক্ত ইউটিএস কাউন্টার খোলা হয়েছে। ভিড়ের সময়ে আরপিএফ এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টের কর্মীরা যাত্রীদের ট্রেনে উঠতে ও নামতে সহায়তা করছেন, সেই সঙ্গে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করছেন। অতিরিক্ত টিকিট চেকিং স্টাফ, আরপিএফ এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীদের যাত্রীসহায়তায় নিযুক্ত করা হয়েছে।  মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স যেকোনো পরিস্থিতির জন্য তৈরী রাখা হয়েছে।

আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে বন্ধ পেট্রাপোলে যাত্রী পরিষেবা! রুটি-রুজিতে টান কুলিদের

এছাড়াও, এবছরে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হল মোবাইল ইউটিএস চালু।  এই মোবাইল ইউটিএসের মাধ্যমে রেলের বুকিং কর্মীরা চলতে ফিরতেই প্লাটফর্মে যাত্রীদের অসংরক্ষিত টিকিট ইস্যু করে দিচ্ছেন যাতে তাদের কষ্ট করে টিকিটের লাইনে দাঁড়াতে না হয়।