প্রতীকী ছবি

Alipurduar News: চা বলয়ের সংস্কৃতি এবার দেখা ‌যাবে স্বাধীনতা দিবসের প্যারেডে! কলকাতা রওনা বাগানের মহিলাদের

আলিপুরদুয়ার: ডুয়ার্সের চা বাগানের সংস্কৃতি সকলের সামনে তুলে ধরবে এলাকার মহিলারা। আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন কলকাতায় প্যারেডের আয়োজন করা হয়েছে রাজ্যের তরফে। সেখানে এই প্রথমবার নিজেদের সাংস্কৃতিক নৃত্য প্রদর্শন করবেন মহিলারা। ডুয়ার্স এই শব্দটি শুনলেই পর্যটনের কথা মনে পরে।

অন্যদিকে ডুয়ার্স মানে সবুজে ঘেরা চা বাগান। যার স্নিগ্ধতা দুচোখে আরাম এনে দেয়। এই ডুয়ার্স-এর চা বাগানে বসবাস নানান জনজাতির মানুষের। রয়েছে আদিবাসী, নেপালি, মেচ, রাভা সহ নানান জনজাতির মানুষ। সকলের সংস্কৃতি ভিন্ন। পোশাকেও লক্ষ করা যায় বিভিন্নতা। চা বলয়ের শ্রমিকদের জীবন নিয়ে জানার কৌতূহল সকলের মধ্যেই দেখা যায়।

আরও পড়ুন: এই বিশেষ বেড়াতেই এবার জব্দ বেয়ারা হাতির পাল! স্বস্তি জঙ্গল লাগোয়া গ্রামে

এবারে চা শ্রমিকদের সংস্কৃতি দেখা যাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। কলকাতায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ডুয়ার্স থেকে রওনা হলেন চা বাগানের শ্রমিক মহল্লার মহিলা ও যুবতীরা। এদিন ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি,কুমারগ্ৰাম,ফালাকাটা সহ ডুয়ার্সের বিভিন্ন চা বলয় এলাকা থেকে প্রায় একশ জন মহিলা চা শ্রমিক বাসে করে কলকাতা রওনা দেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey