বুদ্ধবাবুর প্রয়াণে শোকে মর্মাহত প্রসেনজিৎ-দেব

Buddhadeb Bhattacharya Demise: ‘চলে গেলেন সত্যিকারের ভাল গুণী মানুষ…’, বুদ্ধবাবুর প্রয়াণে শোকে মর্মাহত প্রসেনজিৎ-দেব

কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শুধুমাত্র বাম সমর্থকরাই নন, বুদ্ধবাবুকে রাজনৈতিক থেকে বিনোদন জগতের সকলেই ভালবাসতেন৷ রাজনীতি ছাড়াও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তিনি৷ নন্দন চত্বরেও তাকে দেখা যেত হামেশাই৷

বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ৮.২০ নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বুদ্ধদেবের বয়স হয়েছিল ৮০ বছর৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে রাজনৈতিক থেকে বিনোদন জগতে৷

আরও পড়ুন:    দু কামরার ফ্ল্যাট, অ্যাম্বাসাডর আর ধুতি- পাঞ্জাবি৷ বুদ্ধদেব বরাবরই ব্যতিক্রমী

বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে একাধিক স্বনামধন্য ব্যক্তিরা শোকপ্রকাশ করেছেন৷ পাশাপাশি টলিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও শোকে ভেঙে পড়েছেন৷ বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে ভেঙে পড়েছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ, দেব৷

আরও পড়ুন:    ‘আমার বিয়েতে এসেছিলেন, আজ খুব মনে পড়ছে সেদিনটা…’, বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতি হাতড়াচ্ছেন ঋতুপর্ণা

সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রসেনজিৎ লেখেন-‘একজন সত্যিকারের ভাল গুণী মানুষ চলে গেলেন …ভাল থাকবেন .. বুদ্ধ বাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা’।

অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানিয়ে লেখেন-‘একজন সত্যিকারের ভদ্রলোক। একজন সত্যিকারের নেতা। শান্তিতে থাকুন স্যার’৷

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৯ অগাস্ট হাসপাতাল থেকে ফিরেছিলেন বুদ্ধদেব। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এরপর ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণও ধরা পড়ে তাঁর। ফের আচমকা আবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন। গতকাল রক্তপরীক্ষাও করা হয়, রিপোর্টে সেরকরম কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্যাচুরেশন খুব দ্রুত কমে যাওয়ায় মীরাদেবী তাঁর পারিবারিক চিকিৎসক সোমনাথ মাইতিকে জানান। অবশেষে আর শেষরক্ষা হল না, সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধবাবু৷