ভিডিও-এর একটি অংশ। ছবি- এক্স।

Pet dog: নিশ্চিন্তে ব্যাটারি চেবাচ্ছে পোষ্য, তারপর যা হল ভয় পেয়ে যাবেন! দেখুন ভিডিও

নয়াদিল্লি: বাড়িতে পোষ্য অনেকেরই থাকে। তাঁদের সঙ্গে খুনসুটি করেই দিন কেটে যায় অনেকের। অনেক সময় জিনিস কেটে ফেলা থেকে ভাঙচুর অনেক কিছুই করে থাকে বাড়ির আদুরেরা। কিন্তু, পোর্টেবেল লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে খেলতে গিয়ে বাড়িতেই আগুন লাগিয়ে ফেলে পোষ্য। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওকালোহোমার।
ওই অঞ্চলের  টুলসা দমকল বিভাগের তরফ থেকে এই চাঞ্চল্যকর ঘটনাটির কথা সম্প্রতি সামনে আনা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ সামনে এনে প্রচার চালানো হচ্ছে এই ধরনের ব্যাটারি পোষ্য এবং শিশুদের হাতের নাগালে না রাখার জন্য।

মে মাসে এই ভিডিওটি তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি কুকুর এবং একটি বিড়াল বসার ঘরে শুয়ে রয়েছে। একটু বাদেই একটি কুকুরকে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি চেবাতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় সেই কুকুরটি ততক্ষণ পর্যন্ত ব্যাটারিটি চিবিয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত সেটি বিস্ফোরণ করে ফেটে যাচ্ছে।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা! প্রবল চাঞ্চল্য

পরক্ষণেই গোটা বাড়িতেই আগুন লেগে যায়। কিন্তু, সময় মতো দমকল বাহিনী চলে আসায় সেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। আগুনে বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও, “ডগ ডোর” অর্থাৎ পোষ্যদের জন্য নির্দিষ্ট দরজা দিয়ে পোষ্য গুলি সঠিক সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কোনও পোষ্যেরই চোট লাগেনি।
দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়, যদি ওই সময়ে পরিবার ঘুমিয়ে থাকত, তাহলে পরিবারের কোনও সদস্যদেরই বেঁচে থাকার কোনও আশা থাকত না।
এই বিষয়ে বলতে গিয়ে দমকলের এক আধিকারিক লিটল বলেন, “আমরা কাজে লাগবে ভেবে হাতের কাছে অনেক সময়েই এই ধরনের ব্যাটারি রেখে দি। কিন্তু, ভুলে যাই এই ব্যাটারি থেকে কী ধরনের বিপদ ঘটে যেতে পারে।”