সকাল সকাল ভূমিকম্প! মৃদু কম্পন অনুভূত হল জলপাইগুড়িতে

Earthquake: সকাল সকাল ভূমিকম্প! মৃদু কম্পন অনুভূত হল জলপাইগুড়িতে

শিলিগুড়ি: ধূপগুড়িতে শুক্রবার সকাল সকালই মৃদু ভূমিকম্প অনুভূত হল। কেঁপে উঠল শহরের বিভিন্ন অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল সিকিমে বলে জানা গিয়েছে।

সাত সকালে জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হল শুক্রবার। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রায় দু’সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৫।

আরও পড়ুন– ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ৭টি জেলায়

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান আবহবিদদের। সকাল ৬:৫৭ মিনিটে এই ভূমিকম্প হয় বলে অনুমান আবহবিদদের।

আরও পড়ুন– নাটক থেকে ক্রিকেট, বন্ধুদের স্মৃতিতে উজ্জ্বল ‘বাচ্চু’; স্মৃতিতে ডুব দিয়েছে রামধন মিত্র লেন

টানা বৃষ্টি এবং প্রবল দুর্যোগে এমনিতেই বেহাল অবস্থা পাহাড়ি অঞ্চলে ৷ এরই সঙ্গে এই মৃদু কম্পন আতঙ্ক বাড়ায় বাসিন্দাদের মধ্যে ৷

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে। গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। খুব অল্প সময়ের জন্য স্থায়ী ছিল কম্পন। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও। মৃদু ভূমিকম্প অনুভূত হয় জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।