সুড়ঙ্গ পথে অনেক ভৌতিক কার্যকলাপ হয় বলে অনেকের বিশ্বাস. (Representative Image)

Horror Story:গা ছমছমে সুড়ঙ্গপথ, আরোহী মিলিয়ে গেল হাওয়ায়, কী রহস্য লুকিয়ে রয়েছে এখানে? জানলে আঁতকে উঠবেন

লন্ডন: এক ভয়ঙ্কয় গা ছমছমে ঘটনা৷ টানা আলো আঁধারি সুড়ঙ্গ-পথ৷ এক পথচারী বাইক আরোহীর কাছ থেকে লিফ্ট চাইলেন৷ তিনিও তাঁকে দিলেন৷ কিন্তু সেই দীর্ঘ অন্ধকার সুরঙ্গ পথের শেষে গিয়েই ঘটল মারাত্মক ঘটনা৷

পথচারীটি আর বাইকেই নেই৷ যেন হাওয়ায় মিলিয়ে গেল৷ এ কেমন হল! রোমাঞ্চে, ভয়, সারা শরীর কাঁপতে লাগল বাইক আরোহীর৷

আরও পড়ুন: পৃথিবীর অভিশপ্ত কাল! কী ঘটেছিল ৫৩৬ সালে? ইতিহাসবিদরা যে ভয়ঙ্কর কথা জানালেন

এই সুড়ঙ্গের লন্ডনে অবস্থিত৷ সেখানে গেলেই নানাধরনের অদ্ভুত ভৌতিক কান্ডের সামনাসামনি পড়তে হতে পারে৷ উপরের ঘটনাটিও এমনই এক ভৌতিক অভিজ্ঞতারই উদাহরণ৷

বাইক আরোহীটি এরপরও তাঁর কৌতুহল চেপে রাখতে পারেনি৷ সেই রহস্যজনক ব্যক্তির বলা ঠিকানায় তিনি গিয়েছিলেন৷ কিন্তু যা জানতে পারলেন তা মারাত্মক! ব্যক্তিটি বহুকাল আগে ওই সুড়ঙ্গেই বাইক দুর্ঘটনায় মারা যায়৷

আরও পড়ুন: ক্যামেরা চলে গেল হাজার ফুট নীচে, তারপর যা দেখা গেল! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

আইসি সেডগউইক, একজন পডকাস্টার তিনি এক চিঠিতে এই একই ঘটনার উল্লেখ করে৷ সময়টা ১৯৬০৷ তখনও এই সুড়ঙ্গ ব্যস্ত হয়ে ওঠেনি৷ এখানেই এক মারাত্মক বাইক অ্যাক্সিডেন্টে এক ব্যক্তির মৃত্যু হয়৷

অনেকেই বলে থাকেন ঘটনার ঠিক এক সপ্তাহ পর ওই একই জায়গায় এক আর্তনাদের শব্দ শোনা যায়৷

এই সুড়ঙ্গে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ শোনা যায়, একটা নির্মাণ কার্য চালানোর সময় প্রায় সাতজন শ্রমিক মারা যায়৷

এমন আলো-আঁধারি কত জায়গাতে দাঁড়ালেই গা ছমছম করে ওঠে৷ কত জায়গার কত ভৌতিক গল্প ছড়িয়ে আছে৷ কেউ বিশ্বাস করে, কেউ করে না৷ ওই যে বলে ‘বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর’৷ এও ঠিক তেমনই৷

এই লন্ডনের সুড়ঙ্গ আজ হিচহিকার সুড়ঙ্গ নামে বিখ্যাত৷ প্রতিদিন কত কত গাড়িও চলে৷

কিন্তু যখনই শহরের বুকে রাত নেমে আসে তখনই যেন নতুন করে জেগে ওঠে সুড়ঙ্গটি৷ তার কারণ আশে পাশে ছড়িয়ে থাকা কিংবদন্তি গল্প না কি সত্যি কোনও ভৌতিক উপলব্ধি কে জানে?

Disclaimer: এই ঘটনা সম্পূর্ণভাবে জনশ্রুতির উপরে আধারিত। News 18 Bangla কোনও অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করে না।